Ajker Patrika

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কমপক্ষে এক লাখ টাকা জরিমানার নির্দেশ সচিবের

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৮: ১৮
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কমপক্ষে এক লাখ টাকা জরিমানার নির্দেশ সচিবের

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ায় আদায় করলে পরিবহন  মালিককে কমপক্ষে এক লাখ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এ ছাড়া ঈদুল ফিতরে পরিবহন থেকে কোনো ধরনের চাঁদাবাজি ও ঘরমুখী মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা চলবে না বলে হুঁশিয়ারি দেন।

ফরিদপুরের ভাঙ্গায় ধান গবেষণা কেন্দ্রের হলরুমে আজ বৃহস্পতিবার জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪-এর আওতায় ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, কোনো অবস্থাতেই কোনো জায়গায় বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। এ ছাড়া সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যেকোনো সময় যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে প্রশাসন। সিগন্যাল ভঙ্গ করে কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। কোথাও কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দিতে অনুরোধ করেন সচিব। 

সচিব বলেন, ‘ঈদযাত্রায় অতিরিক্ত গতিতে গাড়ি চালালে, অতিরিক্ত যাত্রী নিলে, অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক জরিমানা করতে হবে। কমপক্ষে এক লাখ টাকা জরিমানা করতে হবে। এ জন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে।’

মহাসড়কের পাশে ফুটপাতে কোনো বাজার থাকবে না। আর হাইওয়ে সড়কে কোনোভাবেই কোনো থ্রি হুইলার চলবে না। 

এক্সপ্রেসওয়ে ও মহাসড়কের পাশে র‍্যাকার ও অ্যাম্বুলেন্স রাখার নির্দেশনা দিয়ে সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন তিনটি অ্যাম্বুলেন্স সব সময় হাইওয়ের পাশে রাখবেন। আমরা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমাদের সকলের দায়িত্ব তাদের বাঁচিয়ে রাখা। এই মৃত্যুর দায়বদ্ধতার জন্য এখন আমাদের বিরুদ্ধেও মামলা হতে পারে। সেই সময় আসছে সামনে।’ 

এ সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেককে ৫ লাখ টাকা, অঙ্গহানি হলে ৩ লাখ টাকা ও গুরুতর আহতকে ১ লাখ টাকা জরিমানা দিতে হয় উল্লেখ করে বলেন, ‘আমরা এই ক্ষতিপূরণ আদায়ে তেমন আবেদন পাই না।’

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পক্ষকে দুর্ঘটনায় জড়িত পরিবহন মালিকের পক্ষ থেকে এই জরিমানা পরিশোধ করতে হবে। 

সভায় বক্তব্য অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত