Ajker Patrika

‘জ্ঞান ফিরলেই কান্নাকাটি করছে আর বলছে, ওদের কী হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০০: ১৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

গত বছর জুলাই আন্দোলন চলাকালে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল ছোট মেয়ে নাঈমা সুলতানা। সেই ঘটনার এক বছর পর বড় মেয়ে তাসপিয়া সুলতানাও আজ অসুস্থ, মূর্ছা যাচ্ছে বারবার। দুই মেয়েই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাদের মা আইনুন নাহার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নাঈমা সুলতানা’ নামের আইডিতে লিখেছেন, ‘জুলাই এত অভিশপ্ত কেন। সবাই আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন।’

আইনুন নাহার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, তাসপিয়ার চোখের সামনেই অ্যাকসিডেন্টটা হয়। ও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। প্রথমে ওকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোগীদের ভিড়ে ওকে রাখা সম্ভব হয়নি। এখন বাসায় এনে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

তাসপিয়া শারীরিকভাবে আঘাত না পেলেও মানসিকভাবে আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে বলে জানান আইনুন নাহার। তিনি বলেন, জ্ঞান ফিরলেই কান্নাকাটি করছে। আর বলছে, ওদের (হতাহত শিক্ষার্থীদের) কী হবে?

তাসপিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বোন নাঈমা সুলতানা একই স্কুলের দশম শ্রেণিতে পড়ত। গত বছর ১৯ জুলাই পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। আইনুন নাহার জানান, সেই ঘটনার পর তাঁরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। জুলাই মাসের দুর্বিষহ স্মৃতি নিয়ে গত কিছু দিন ধরে অস্থিরতার মধ্যে দিন কাটছিল তাঁদের। তাসপিয়া রাতে ঠিকভাবে ঘুমাতেও পারছিল না। এর মধ্যেই আবার একটা বড় দুর্ঘটনার সাক্ষী হলো সে।

আইনুন নাহার জানান, ক্লাস শেষ করে ঝালমুড়ি কিনতে গিয়েছিল তাসপিয়া। তা না হলে তাঁর জীবনেও ভয়াবহ কিছু ঘটতে পারত।

নাঈমা ও তাসপিয়ার ছোট ভাই আব্দুর রহমানও মাইলস্টোনের শিক্ষার্থী। তবে সে দুর্ঘটনাস্থল দিয়াবাড়ি ক্যাম্পাসের শিক্ষার্থী নয়। সে উত্তরার ৯ নম্বর সেক্টরে স্কুলের অন্য শাখায় তৃতীয় শ্রেণিতে পড়ছে বলে জানান মা আইনুন নাহার।

নাঈমার বাবা গোলাম মোস্তফা থাকেন চাঁদপুরে, যেখানে তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কাজ করেন। ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ঢাকায় ভাড়া বাসায় থাকেন আইনুন নাহার।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ২০ জন নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৭১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত