Ajker Patrika

শরীয়তপুরে বিদ্যুতায়িত হয়ে কিশোর গ্রিলমিস্ত্রির মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২৫, ২২: ৫৩
টুটুল খান। ছবি: সংগৃহীত
টুটুল খান। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে টুটুল খান (১৪) নামের এক কিশোর গ্রিলমিস্ত্রি মারা গেছে। আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রাজগঞ্জ বাজারের তারা মিয়া মল্লিকের ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

মৃত টুটুল শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বর্ণঘোষ গ্রামের কুদ্দুস খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজগঞ্জ বাজারের তারা মিয়া মল্লিকের ওয়ার্কশপে প্রায় এক বছর ধরে গ্রিল তৈরির কাজ করে আসছে টুটুল। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়ার্কশপে গ্রিল ঝালাই দেওয়ার সময় টুটুল বিদ্যুতায়িত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় টুটুলের পরিবারের পক্ষ থেকে ওয়ার্কশপমালিক তারা মিয়া মল্লিকের বিরুদ্ধে পালং মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে টুটুল নামের এক শ্রমিক মারা গেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত