Ajker Patrika

জুলাইয়ের শেষে ৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুন ২০২২, ১৫: ১২
জুলাইয়ের শেষে ৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা কার্যক্রম শুরু

জুলাই মাসের শেষের দিকে শিশুদের টিকা কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘শিশুদের টিকা কার্যক্রম হাতে নিয়েছি। শিশুদের জন্য করোনার টিকা জুলাই মাসের মাঝামাঝি পেয়ে যাব। এটা হাতে এলে জুলাইয়ের শেষে টিকা কার্যক্রম শুরু করতে পারব ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য।’

করোনা এখন ঊর্ধ্বমুখী। আমরা কিছুটা চিন্তিত মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা শঙ্কিত নই, আমরা প্রস্তুত আছি। সংক্রমণ রোধে গত সপ্তাহে আমরা সভা করেছি। সেখানে কিছু প্রস্তাব দিয়েছিলাম। অফিস, স্কুলে গেলে মাস্ক পরবেন। ট্রেনে-বাসে গেলে মাস্ক পরতে হবে। গত সপ্তাহে এ বিষয়ে অনুরোধ করেছি। কেবিনেটসহ বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। জনগণ এই নির্দেশনা পালন করবে বলে প্রত্যাশা করছি। গত দুই-তিন দিন ধরে দুই-তিনজন করে মারা যাচ্ছেন। আমরা আহ্বান জানাচ্ছি, মানুষ যাতে ভ্যাকসিন নেয় এবং মাস্ক পরে।’ 

করোনা বৃদ্ধির হার গত ১৫ দিনে অনেক কম ছিল। এখন অনেক বেশি। লাগাম টেনে ধরত চাই। আমাদের একার পক্ষে সম্ভব নয় বলে মন্ত্রী বলেন, ‘মাস্ক পরিধান করতে নির্দেশনা দিয়েছি। একটি চিঠি মন্ত্রিপরিষদ থেকে দিয়েছে। আমাদের সুপারিশ থাকে মাস্কটা শাস্তি দিয়ে নয়, আহ্বান করব মাস্ক পরতে। তবু ব্যত্যয় ঘটলে সরকার ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত