কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এক মেম্বার পদপ্রার্থী হন সিপিবি ও কৃষক সমিতির নেতা আবুল হাসিম (৭০)। গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। রহস্যজনকভাবে নিখোঁজের এক মাস দুই দিন পরও হদিস মিলছে না তাঁর। প্রতিপক্ষের কোনো লোকজনের হাতে তিনি অপহরণ, গুম কিংবা খুনের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন পরিবার, স্বজন ও পার্টির নেতা-কর্মীরা।
নিহত হাসিম উপজেলার চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের বাসিন্দা মৃত শহর আলীর ছেলে। এ ঘটনায় ব্যাপক মাইকিং ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণার পাশাপাশি কটিয়াদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর ছোট ভাই আবদুর রহমান।
এ বিষয়ে জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু জানান, ইউপি নির্বাচন উপলক্ষে তাঁর গ্রামের এক মেম্বার প্রার্থীর সঙ্গে গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ উপলক্ষে উপজেলা সদরে গিয়েছিলেন। এর পর থেকে তিনি রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, ওই জিডির সূত্র ধরে নিখোঁজ সিপিবি নেতা আবুল হাসিমকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। তবে তিনি মোবাইল ব্যবহার না করায় কিংবা তার সঙ্গে মোবাইল সেট না থাকায় স্ট্রেচ করা কঠিন হয়ে পড়েছে। সকল কিছু মাথায় রেখে তাঁর সন্ধান এবং উদ্ধারে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতার কারণে চান্দপুর ইউনিয়নের চান্দপুর ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীন তেতুল তলা কেন্দ্রের নির্বাচনী ফলাফল বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।
চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এক মেম্বার পদপ্রার্থী হন সিপিবি ও কৃষক সমিতির নেতা আবুল হাসিম (৭০)। গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। রহস্যজনকভাবে নিখোঁজের এক মাস দুই দিন পরও হদিস মিলছে না তাঁর। প্রতিপক্ষের কোনো লোকজনের হাতে তিনি অপহরণ, গুম কিংবা খুনের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন পরিবার, স্বজন ও পার্টির নেতা-কর্মীরা।
নিহত হাসিম উপজেলার চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের বাসিন্দা মৃত শহর আলীর ছেলে। এ ঘটনায় ব্যাপক মাইকিং ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণার পাশাপাশি কটিয়াদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর ছোট ভাই আবদুর রহমান।
এ বিষয়ে জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু জানান, ইউপি নির্বাচন উপলক্ষে তাঁর গ্রামের এক মেম্বার প্রার্থীর সঙ্গে গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ উপলক্ষে উপজেলা সদরে গিয়েছিলেন। এর পর থেকে তিনি রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, ওই জিডির সূত্র ধরে নিখোঁজ সিপিবি নেতা আবুল হাসিমকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। তবে তিনি মোবাইল ব্যবহার না করায় কিংবা তার সঙ্গে মোবাইল সেট না থাকায় স্ট্রেচ করা কঠিন হয়ে পড়েছে। সকল কিছু মাথায় রেখে তাঁর সন্ধান এবং উদ্ধারে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতার কারণে চান্দপুর ইউনিয়নের চান্দপুর ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীন তেতুল তলা কেন্দ্রের নির্বাচনী ফলাফল বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
২২ মিনিট আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
১ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
১ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে