Ajker Patrika

তালাবদ্ধ হাসপাতালের ভেতরে রোগী, নেই ডাক্তার, বাইরে লেখা শিগগির উদ্বোধন 

সাভার (ঢাকা) প্রতিনিধি
তালাবদ্ধ হাসপাতালের ভেতরে রোগী, নেই ডাক্তার, বাইরে লেখা শিগগির উদ্বোধন 

তালাবদ্ধ হাসপাতালের বাইরে সাইনবোর্ডে লেখা শিগগিরই শুভ উদ্বোধন। তালা ভেঙে ভেতরে ঢুকে পাওয়া গেল ভর্তি ৩ রোগী ও রোগীর পরিবার। তবে পুরো হাসপাতাল জুড়ে খোঁজ মেলেনি কোনো নার্স ও ডাক্তারের। মূলত অবৈধ হাসপাতালে অভিযানের কথা শুনেই পালিয়েছিল সবাই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে উপস্থিত হয় হাসপাতালের মালিকের স্ত্রী। তাঁর সামনেই সিলগালা করা হয় হাসপাতালটি। 

আজ রোববার (১০ মার্চ) দুপুরে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অবস্থিত সোহেল স্কয়ার হাসপাতালে এ চিত্র দেখতে পান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। পরে রোগীদের পাশের অন্য হাসপাতালে পাঠিয়ে হাসপাতালটি সিলগালা করেন তাঁরা। এর পাশাপাশি একই এলাকায় অবস্থিত তালিব জেনারেল মেডিকেল হসপিটাল নামে আরেকটি হাসপাতালকেও সিলগালা করে দেওয়া হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অবৈধ হাসপাতালের বিরুদ্ধে চলমান অভিযানে সোহেল স্কয়ার হাসপাতালে গিয়ে দেখা যায়, বাইরে তালা দিয়ে সাইনবোর্ডে লেখা, শিগগিরই শুভ উদ্বোধন। তালা ভেঙে ভেতরে ঢুকে সিজারের ৩ জন ভর্তি রোগী পাওয়া যায়। নেই কোনো ডাক্তার ও নার্স। হাসপাতালের মালিকের স্ত্রী আসলেও দেখাতে পারেননি কোনো বৈধ কাগজপত্র। পরে হাসপাতাল সিলগালা করে দেওয়া হয় বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম।

আজ রোববার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অবস্থিত সোহেল স্কয়ার হাসপাতাল সিলগালা করা হয়তিনি আরও বলেন, সোহেল স্কয়ার হাসপাতাল ও তালিব মেডিকেল হসপিটাল নামের দুইটি প্রতিষ্ঠান তাদের বৈধ কাগজ ও ডাক্তার, কর্মীদের সনদ দেখাতে ব্যর্থ হয়েছে। বিধায় তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সাভারে কর্তব্যরত চিকিৎসকদের অবৈধ হাসপাতালে সেবা না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। অবৈধ হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত