নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে এই মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকাল সাড়ে ৬টা থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মানুষের আনাগোনা শুরু হয়। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
জাতীয় ঈদগাহ মাঠে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও কারি মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান মুকাব্বির হিসেবে এই জামাতে দায়িত্ব পালন করেন।
ঈদের দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতোই পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টা ও ৮টায় জাতীয় মসজিদে প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সকাল ৯টা এবং সকাল ১০টায় ঈদের তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি মো. ইসহাক।
ঢাকায় এবার ১৮৪টি ঈদগাহে ও ১ হাজার ৪৮৮টি মসজিদে ঈদের জামাত হবে।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে বিশ্ব শান্তি ও মানবতার জন্য দোয়া করা হয়। নামাজ শেষে দেশ ও বিশ্বের মানুষের শান্তি কামনা এবং যুদ্ধ-হানাহানি বন্ধের দাবি জানিয়েছেন মুসল্লিরা। ব্যবসায়ী শরীফ বাবু বলেন, আমাদের দেশ ও সারা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকে সেই দোয়াই করেছি।
আলমগীর হোসেন এসেছেন পুরান ঢাকা থেকে। তিনি বলেন, প্রতিবার বাসার সবাই আমরা এখানেই নামাজ পড়ি। এবার জনসমাগম গত কয়েকবারের চেয়ে বেশি হয়েছে। সবাই সুস্থ এবং শান্তিতে থাকুক এই কামনা করি।
তারেক হোসেন তাঁর সন্তানকে নিয়ে এসেছিলেন। তিনি আজকের পত্রিকাকে জানান, দেশের মানুষের অবস্থা ভালো না। ঈদের জামাত প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে ভালো, তবে অনেক ভিড়। বাচ্চাদের নিয়ে আসা মুশকিল।’ এবার ঈদে প্রত্যাশা কি জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। এটাই চাওয়া।’
ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে এই মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকাল সাড়ে ৬টা থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মানুষের আনাগোনা শুরু হয়। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
জাতীয় ঈদগাহ মাঠে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও কারি মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান মুকাব্বির হিসেবে এই জামাতে দায়িত্ব পালন করেন।
ঈদের দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতোই পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টা ও ৮টায় জাতীয় মসজিদে প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সকাল ৯টা এবং সকাল ১০টায় ঈদের তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি মো. ইসহাক।
ঢাকায় এবার ১৮৪টি ঈদগাহে ও ১ হাজার ৪৮৮টি মসজিদে ঈদের জামাত হবে।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে বিশ্ব শান্তি ও মানবতার জন্য দোয়া করা হয়। নামাজ শেষে দেশ ও বিশ্বের মানুষের শান্তি কামনা এবং যুদ্ধ-হানাহানি বন্ধের দাবি জানিয়েছেন মুসল্লিরা। ব্যবসায়ী শরীফ বাবু বলেন, আমাদের দেশ ও সারা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকে সেই দোয়াই করেছি।
আলমগীর হোসেন এসেছেন পুরান ঢাকা থেকে। তিনি বলেন, প্রতিবার বাসার সবাই আমরা এখানেই নামাজ পড়ি। এবার জনসমাগম গত কয়েকবারের চেয়ে বেশি হয়েছে। সবাই সুস্থ এবং শান্তিতে থাকুক এই কামনা করি।
তারেক হোসেন তাঁর সন্তানকে নিয়ে এসেছিলেন। তিনি আজকের পত্রিকাকে জানান, দেশের মানুষের অবস্থা ভালো না। ঈদের জামাত প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে ভালো, তবে অনেক ভিড়। বাচ্চাদের নিয়ে আসা মুশকিল।’ এবার ঈদে প্রত্যাশা কি জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। এটাই চাওয়া।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৪ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৫ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে