নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ মঙ্গলবার ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট দেওয়ার পঞ্চম ও শেষ দিন। গত চার দিন ভোগান্তি আর দীর্ঘ অপেক্ষা করে টিকিট পেতে হয়েছে যাত্রীদের। তবে শেষ দিনে কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ভিন্ন চিত্র। অগ্রিম টিকিটের জন্য কাউন্টারগুলোতে নেই মানুষের দীর্ঘ সারি। হাতে গোনা কয়েকজন আছেন। ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত ঈদযাত্রার টিকিট। সকালে কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়তেই কাউন্টার ফাঁকা হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, পুরুষদের জন্য ৯টি কাউন্টারে কেউ এলে সঙ্গে সঙ্গেই টিকিট পাচ্ছেন। নারী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টারেও টিকিট আছে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে।
ঢাকার মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী নাজমুল ইসলাম। ঈদের ছুটিতে ৯ জুলাই ব্রাহ্মণবাড়িয়া যাবেন। দুপুরে লাঞ্চ ব্রেকে কাউন্টারে এসেছেন টিকিট কাটতে। মাত্র ৭ মিনিট অপেক্ষায় পেয়ে গেছেন দুটি টিকিট। তিনি বলেন, ‘এত দ্রুত টিকিট পেয়েছি বিশ্বাসই হচ্ছে না। চট্টলা এক্সপ্রেসে আগামী ৯ তারিখ বাড়িতে যাব। খুবই ভালো লাগছে আরামে বাড়ি যেতে পারব।’
এদিকে গতকাল রাত ১১টায় কমলাপুরে এসে টিকিটের সারিতে দাঁড়ান আশিকুর রহমান। বাড্ডার এই বাসিন্দা এবারের ঈদে গ্রামের বাড়ি দিনাজপুরে যাবেন। তিনি আজ সকাল ৯টার দিকে দুইটি টিকিট কেনেন। আশিকুর বলেন, ‘দুইটি টিকিট চেয়েছিলাম, দুইটিই কিনতে পেরেছি। সারা রাত স্টেশনে পেপার বিছিয়ে ছিলাম। রাতে পাশের হোটেলে খেয়েছি। টিকিট হাতে পেয়ে মনে হচ্ছে কষ্ট করাটা সার্থক হলো।’
কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘৯ জুলাই ঈদের আগের দিন। এদিন ঢাকা থেকে পঞ্চগড়, লালমনিরহাট, খুলনা, বেনাপোলসহ কয়েকটি আন্তনগর গন্তব্যের ট্রেনগুলোতে টিকিট বিক্রি বা চাহিদা খুবই কম। এ কারণেই কাউন্টারগুলোর সামনে টিকিটপ্রত্যাশীদের ভিড় একদমই নেই। বেলা ১টা পর্যন্ত মাত্র ৫০ ভাগ টিকিট বিক্রি হয়েছে। সংখ্যা হিসাবে যা ১৪ হাজার ৫০০ টিকিট বিভিন্ন রুটের যাত্রীদের দেওয়া হয়েছে।’
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ দিনের জন্য অনলাইন ও অফলাইনে ২৯ হাজার টিকিট দেওয়ার কথা ছিল। বেলা ১টা পর্যন্ত ৫০ ভাগ টিকিট বিক্রি হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত ছয় ঘণ্টায় মাত্র ১৪ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছে। ঈদযাত্রা উপলক্ষে ১ জুলাই থেকে রেলপথের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনে ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হয়। আজ বিক্রি হচ্ছে ৯ জুলাইয়ের টিকিট। এবার রাজধানী থেকে প্রতিদিনের জন্য ২৬ হাজার ৭১৩টি আসনের টিকিট বিক্রি করা হয়েছে। এসব টিকিটের ৫০ শতাংশ রেলস্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হয়।
ফিরতি টিকিট সম্পর্কে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওই দিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই দেওয়া হবে ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই দেওয়া হবে ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাইয়ে দেওয়া হবে ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।
আজ মঙ্গলবার ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট দেওয়ার পঞ্চম ও শেষ দিন। গত চার দিন ভোগান্তি আর দীর্ঘ অপেক্ষা করে টিকিট পেতে হয়েছে যাত্রীদের। তবে শেষ দিনে কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ভিন্ন চিত্র। অগ্রিম টিকিটের জন্য কাউন্টারগুলোতে নেই মানুষের দীর্ঘ সারি। হাতে গোনা কয়েকজন আছেন। ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত ঈদযাত্রার টিকিট। সকালে কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়তেই কাউন্টার ফাঁকা হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, পুরুষদের জন্য ৯টি কাউন্টারে কেউ এলে সঙ্গে সঙ্গেই টিকিট পাচ্ছেন। নারী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টারেও টিকিট আছে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে।
ঢাকার মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী নাজমুল ইসলাম। ঈদের ছুটিতে ৯ জুলাই ব্রাহ্মণবাড়িয়া যাবেন। দুপুরে লাঞ্চ ব্রেকে কাউন্টারে এসেছেন টিকিট কাটতে। মাত্র ৭ মিনিট অপেক্ষায় পেয়ে গেছেন দুটি টিকিট। তিনি বলেন, ‘এত দ্রুত টিকিট পেয়েছি বিশ্বাসই হচ্ছে না। চট্টলা এক্সপ্রেসে আগামী ৯ তারিখ বাড়িতে যাব। খুবই ভালো লাগছে আরামে বাড়ি যেতে পারব।’
এদিকে গতকাল রাত ১১টায় কমলাপুরে এসে টিকিটের সারিতে দাঁড়ান আশিকুর রহমান। বাড্ডার এই বাসিন্দা এবারের ঈদে গ্রামের বাড়ি দিনাজপুরে যাবেন। তিনি আজ সকাল ৯টার দিকে দুইটি টিকিট কেনেন। আশিকুর বলেন, ‘দুইটি টিকিট চেয়েছিলাম, দুইটিই কিনতে পেরেছি। সারা রাত স্টেশনে পেপার বিছিয়ে ছিলাম। রাতে পাশের হোটেলে খেয়েছি। টিকিট হাতে পেয়ে মনে হচ্ছে কষ্ট করাটা সার্থক হলো।’
কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘৯ জুলাই ঈদের আগের দিন। এদিন ঢাকা থেকে পঞ্চগড়, লালমনিরহাট, খুলনা, বেনাপোলসহ কয়েকটি আন্তনগর গন্তব্যের ট্রেনগুলোতে টিকিট বিক্রি বা চাহিদা খুবই কম। এ কারণেই কাউন্টারগুলোর সামনে টিকিটপ্রত্যাশীদের ভিড় একদমই নেই। বেলা ১টা পর্যন্ত মাত্র ৫০ ভাগ টিকিট বিক্রি হয়েছে। সংখ্যা হিসাবে যা ১৪ হাজার ৫০০ টিকিট বিভিন্ন রুটের যাত্রীদের দেওয়া হয়েছে।’
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ দিনের জন্য অনলাইন ও অফলাইনে ২৯ হাজার টিকিট দেওয়ার কথা ছিল। বেলা ১টা পর্যন্ত ৫০ ভাগ টিকিট বিক্রি হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত ছয় ঘণ্টায় মাত্র ১৪ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছে। ঈদযাত্রা উপলক্ষে ১ জুলাই থেকে রেলপথের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনে ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হয়। আজ বিক্রি হচ্ছে ৯ জুলাইয়ের টিকিট। এবার রাজধানী থেকে প্রতিদিনের জন্য ২৬ হাজার ৭১৩টি আসনের টিকিট বিক্রি করা হয়েছে। এসব টিকিটের ৫০ শতাংশ রেলস্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হয়।
ফিরতি টিকিট সম্পর্কে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওই দিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই দেওয়া হবে ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই দেওয়া হবে ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাইয়ে দেওয়া হবে ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
২ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
২ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
২ ঘণ্টা আগে