Ajker Patrika

গণহত্যার বিচার ও গায়েবি মামলায় গ্রেপ্তার–নির্যাতন বন্ধের দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণহত্যার বিচার ও গায়েবি মামলায় গ্রেপ্তার–নির্যাতন বন্ধের দাবি আইনজীবীদের

গণহত্যার বিচার ও গায়েবি মামলায় গ্রেপ্তার–নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আজ সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আইনজীবী সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার অনীক আর হকসহ আইনজীবীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী জামিউল হক ফয়সাল।

মানববন্ধনে অংশ নিয়ে জেড আই খান পান্না বলেন, ১৯৭১ সালে ছাত্ররাই কিন্তু দেশের স্বাধীনতার পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলেছিল। ছাত্ররাই ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুরু করেছিল। পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত দেখিনি যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক দাবির কারণে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়। রাতের অন্ধকারে কেন ব্লক রেড করে বাসা থেকে তুলে নেওয়া হবে, কোন অধিকারে? আমরা ধিক্কার দেই। যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম পদে পদে সরকার তা বরখেলাপ করে যাচ্ছে। 

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আমরা এতদিন যারা চুপ ছিলাম তারাও সমানভাবে দায়ী। এতগুলো জীবন বাঁচানোর জন্য আমাদেরকে আগে থেকেই রাস্তায় নামা উচিত ছিল। শিক্ষার্থীরা নিরস্ত্র অবস্থায় শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেছিল। সংবিধান প্রদত্ত সভা–সমাবেশ, মত প্রকাশের অধিকারই তারা চর্চা করেছিল। এই দেশে এমন একটি সংস্কৃতি তৈরি করা হয়েছে– যেখানে কেউ যদি কোনো দাবি তুলে ধরতে চায় তাদের ওপর শক্তি প্রয়োগ করে দমন–পীড়ন করা হয়। এমনভাবে দমিয়ে ফেলা হয় যাতে আর কেউ দাবি উচ্চারণ করার সাহস না পায়। 

আইনজীবী মানজুর আল মতিন বলেন, আমরা আর ঘরের কোনায় লুকিয়ে থাকব না। কারণ ঘরের কোনায় লুকিয়ে থেকেও আমার সন্তান নিরাপদ না। আমার টাকায় কেনা বন্দুক, আমার টাকায় কেনা হেলিকপ্টার, আমার টাকায় কেনা গুলি, আমার বুকেই লাগবে? বহু কথা হয়েছে, বহু অশ্রু বিসর্জন হয়েছে মেট্রোরেল–জাতীয় স্থাপনা নিয়ে। এগুলো আমার করের টাকায় কেনা। নাগরিকদের প্রশ্ন এগুলো রক্ষায় কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? এগুলো কেন পুড়লো, কেন ধ্বংস হলো? কেন ইন্টারনেট বন্ধ? এর জবাব সরকারকে দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত