Ajker Patrika

চালকের চোখে ঘুম, লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত ৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের দাবি, চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে লাশবাহী অ্যাম্বুলেন্সটি।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ঢাকার শ্যামলী এলাকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের উদ্দেশে যাত্রা করছিল লাশবাহী অ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে গৌরনদী উপজেলার বার্থি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় অ্যাম্বুলেন্সটি। এতে করে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ স্বজন গুরুতর আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, চালক ক্লান্ত ছিলেন। তাঁর চোখে ঘুম ছিল। স্বজনদের অনুরোধ সত্ত্বেও তিনি গাড়ি থামাননি। এটি চরম দায়িত্বহীনতা ও অবহেলা। এ ঘটনায় আহত স্বজনদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা লাশের অ্যাম্বুলেন্সটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে গেছি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত