Ajker Patrika

সোনারগাঁ থানার সাবেক ওসি-এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ১৯
Thumbnail image

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ও উপপরিদর্শকের (এসআই) সাধন বসাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান বুলবুল। 

মামলার বাদী আনিসুর রহমান আলমগীর বলেন, ‘২০১৮ সালের ১১ নভেম্বর যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন, বাবুল ও আমাকে বাসা থেকে তুলে সোনারগাঁ নিয়ে যায়। সে সময় থানার সাবেক ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাক আমাদের নির্যাতন করে। একপর্যায়ে তারা স্বপনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়।

‘ঘটনার পর স্বপন আদালতে দুই পুলিশের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আমি সাক্ষী না দেই, সে জন্য আমার বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি দেয়। পরে আমি বাধ্য হয়ে তাদের দুজনের বিরুদ্ধে এই মামলা করি।’ 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মৃণাল কান্তি দত্ত বলেন, ‘২০২০ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এই মামলা করা হয়। মামলাটি আদালত জুডিশিয়াল তদন্তের জন্য পাঠান। তদন্তের প্রতিবেদন আসার পর আদালত মামলাটি আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। দেশের প্রচলিত আইনে কেউ আইনের ওপরে নয়—সেই বার্তা দেওয়ার জন্যই এই মামলা করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত