শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে পাঁচ মাসের সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানটি তাঁর গায়ের ওপর উঠে যায়। তবে তাঁর সন্তানের কোনো ক্ষতি হয়নি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার সুবচনী বাজার সংলগ্ন সুবচনী-নাগেরপারা সড়কে এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম—সাদিয়া আক্তার (১৮)। তিনি গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুরি গ্রামের রায়হান শিকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সাদিয়া ও রায়হান দম্পতি তাদের একমাত্র সন্তান রাইয়ানকে নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে সুবচনী বাজারে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় বাবার কোলে ছিল শিশু রাইয়ান। সুবচনী বাজারের কাছাকাছি পৌঁছালে একটি গুইসাপ রাস্তা পার হওয়ার সময় ভ্যানটি গুইসাপের ওপর উঠে যায়। এতে ভ্যানটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। এ সময় সাদিয়া ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ভ্যানচালক ও রায়হান শিকদার সামান্য আহত হলেও শিশু রাইয়ানের কোনো ক্ষতি হয়নি। পরে পথচারীরা দ্রুত সাদিয়াকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভ্যানচালক মান্নান ব্যাপারী আজকের পত্রিকাকে বলেন, ‘নাগেরপাড়া থেকে ভ্যানগাড়ি চালিয়ে সুবচনী বাজারের দিকে আসছিলাম। হঠাৎ একটা গুইসাপ দ্রুত রাস্তায় এসে নিচে পরলে আমার ভ্যানটা উল্টে যায়। ভ্যানের নিচে পরে গুরুতর আহত হন সাদিয়া আপা। পরে স্থানীয়রাসহ সাদিয়া আপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেইখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।’
নিহতের স্বামী রায়হান শিকদার কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পর থেকেই সাদিয়া কখনো আমার মনে কষ্ট দিয়ে কোনো কথা বলেনি। সে আর নেই! এখন আমি শিশু সন্তানকে নিয়ে বাঁচব কীভাবে! আমার কোনো অভিযোগ নেই।’
সাদিয়ার শাশুড়ি মাজেদা বেগম বলেন, ‘আমার নাতি রাইয়ান অসুস্থ হওয়ায় তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল আমার ছেলে ও তাঁর বউ। মেয়েটার মা-বাবা কেউ নাই। নিজের মেয়ের মতো ওকে আমি ভালোবাসতাম।’
এ বিষয়ে পালং মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সাদিয়া নামে এক নারী মারা গেছেন। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই।’
শরীয়তপুরে পাঁচ মাসের সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানটি তাঁর গায়ের ওপর উঠে যায়। তবে তাঁর সন্তানের কোনো ক্ষতি হয়নি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার সুবচনী বাজার সংলগ্ন সুবচনী-নাগেরপারা সড়কে এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম—সাদিয়া আক্তার (১৮)। তিনি গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুরি গ্রামের রায়হান শিকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সাদিয়া ও রায়হান দম্পতি তাদের একমাত্র সন্তান রাইয়ানকে নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে সুবচনী বাজারে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় বাবার কোলে ছিল শিশু রাইয়ান। সুবচনী বাজারের কাছাকাছি পৌঁছালে একটি গুইসাপ রাস্তা পার হওয়ার সময় ভ্যানটি গুইসাপের ওপর উঠে যায়। এতে ভ্যানটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। এ সময় সাদিয়া ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ভ্যানচালক ও রায়হান শিকদার সামান্য আহত হলেও শিশু রাইয়ানের কোনো ক্ষতি হয়নি। পরে পথচারীরা দ্রুত সাদিয়াকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভ্যানচালক মান্নান ব্যাপারী আজকের পত্রিকাকে বলেন, ‘নাগেরপাড়া থেকে ভ্যানগাড়ি চালিয়ে সুবচনী বাজারের দিকে আসছিলাম। হঠাৎ একটা গুইসাপ দ্রুত রাস্তায় এসে নিচে পরলে আমার ভ্যানটা উল্টে যায়। ভ্যানের নিচে পরে গুরুতর আহত হন সাদিয়া আপা। পরে স্থানীয়রাসহ সাদিয়া আপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেইখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।’
নিহতের স্বামী রায়হান শিকদার কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পর থেকেই সাদিয়া কখনো আমার মনে কষ্ট দিয়ে কোনো কথা বলেনি। সে আর নেই! এখন আমি শিশু সন্তানকে নিয়ে বাঁচব কীভাবে! আমার কোনো অভিযোগ নেই।’
সাদিয়ার শাশুড়ি মাজেদা বেগম বলেন, ‘আমার নাতি রাইয়ান অসুস্থ হওয়ায় তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল আমার ছেলে ও তাঁর বউ। মেয়েটার মা-বাবা কেউ নাই। নিজের মেয়ের মতো ওকে আমি ভালোবাসতাম।’
এ বিষয়ে পালং মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সাদিয়া নামে এক নারী মারা গেছেন। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৫ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৫ ঘণ্টা আগে