Ajker Patrika

ব্লগার অনন্ত বিজয় হত্যায় দণ্ডিতদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্লগার অনন্ত বিজয় হত্যায় দণ্ডিতদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

সিলেটের বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদের ছুটির আগেই ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। এখন পেপারবুক তৈরি হলে এটি শুনানির জন্য আসবে।’

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড হাইকোর্টের অনুমোদন ছাড়া কার্যকর করা যায় না। যার কারণে রায়ের পর সব নথি হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) নামে পরিচিত। 

এর আগে গত ৩০ মার্চ সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দেন। আসামিরা হলেন—আবুল হোসেন, ফয়সাল আহমদ, মামুনুর রশীদ ও আবুল খায়ের রশীদ আহমদ। রায়ের সময় আবুল খায়ের রশীদ কারাগারে আর বাকিরা পলাতক ছিলেন। 

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। হত্যাকাণ্ডের পর অনন্তের ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত