ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগে কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার কলেজ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তাঁরা।
এর আগে গতকাল শনিবার বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
বোয়ালমারী সরকারি কলেজে পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার ২১ দিন পর পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এই কমিটি ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করে ১৮ কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন নতুন কমিটির বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম সম্পাদক পদে ইসা খানম, আঁখি আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রীবিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।
তাঁদের দাবি, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিল। তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বিগত দিনে যারা ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে সুবিধা ভোগ করেছে। সেই সঙ্গে ৫ আগস্টের পরে তারা বিএনপির চেতনায় ফিরে এসে উৎকোচের মাধ্যমে কমিটির বড় বড় পদ বাগিয়ে নিচ্ছে। এ কমিটিতেও তার কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা চাই এই পকেট কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অনেকে পদ প্রত্যাশিত থাকে, হয়তোবা তারা তাদের ইচ্ছানুযায়ী পদ না পেয়ে এ অভিযোগ করছে। এরপরও যদি এই কমিটিতে কোনো অনুপ্রবেশকারী থাকে, তাহলে তাদের বিষয়ে গভীরভাবে খোঁজ নেওয়া হবে। এর সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগে কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার কলেজ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তাঁরা।
এর আগে গতকাল শনিবার বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
বোয়ালমারী সরকারি কলেজে পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার ২১ দিন পর পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এই কমিটি ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করে ১৮ কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন নতুন কমিটির বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম সম্পাদক পদে ইসা খানম, আঁখি আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রীবিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।
তাঁদের দাবি, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিল। তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বিগত দিনে যারা ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে সুবিধা ভোগ করেছে। সেই সঙ্গে ৫ আগস্টের পরে তারা বিএনপির চেতনায় ফিরে এসে উৎকোচের মাধ্যমে কমিটির বড় বড় পদ বাগিয়ে নিচ্ছে। এ কমিটিতেও তার কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা চাই এই পকেট কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অনেকে পদ প্রত্যাশিত থাকে, হয়তোবা তারা তাদের ইচ্ছানুযায়ী পদ না পেয়ে এ অভিযোগ করছে। এরপরও যদি এই কমিটিতে কোনো অনুপ্রবেশকারী থাকে, তাহলে তাদের বিষয়ে গভীরভাবে খোঁজ নেওয়া হবে। এর সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৫ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৬ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৬ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৬ ঘণ্টা আগে