নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার সোহাগ পরিবহনের বাসকে ধাক্কা দেয়। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোহাগ পরিবহনের বাসটি যানজটে আটকে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে। বাসটি যানজটের কারণে আটকে পড়ে রেললাইনের ওপরে। এ সময় কমলাপুর থেকে পঞ্চগড়গামী ট্রেন দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়।
তবে এ বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, বাসটি সম্ভবত বেনাপোল থেকে এসেছে। সেটি রেলগেট-সংলগ্ন কাউন্টারের দিকে যাচ্ছিল। রেলগেট পার হওয়ার সময় রেললাইনে বাসটি ওঠার পর যানজটে আটকা পড়ে। এ কারণে আগাতে ও পেছাতে পারছিল না বাসটি। পরে ট্রেনও কাছাকাছি চলে আসে। বাসটিতে হালকা ধাক্কা লাগে। এতে বাসের চালক ও সহকারী আহত হননি। তবে মাদ্রাজ ফেরত দুই বাসযাত্রী আহত হয়েছেন। তাঁরা বুকে প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাঁদের ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
এদিকে ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের অর্থোপেডিকস চিকিৎসক মো. লোকমান হোসেনের কাছে জানতে চাইলে তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন এই চিকিৎসকের সহযোগী মো. সোহাগ।
মো. সোহাগ বলেন, মাদ্রাজ থেকে বাংলাদেশে আসা দুজন যাত্রী ছিলেন ওই বাসে। তাঁরা বুকে আঘাত পেয়ে আমাদের এখানে এসেছিলেন পরামর্শ নিতে। তাঁদের প্রাথমিক সেবা দেওয়া হয়। পরে ব্যবস্থাপত্র নিয়ে তাঁরা চলে গেছেন। তবে তাড়াহুড়োর কারণে তাঁদের নাম রেজিস্ট্রার খাতায় অন্তর্ভুক্ত করা হয়নি।
রাত সাড়ে ১০টার দিকে দ্রুতযান এক্সপ্রেসকে পিছিয়ে কমলাপুরের দিকে নেওয়া হয়েছে। পরে বাসটিকেও সরানো হয়। বাসটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সামনের কাচ ও কয়েকটি জানালার কাচ ভেঙেছে। এরপর ১০টা ৫৫ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার সোহাগ পরিবহনের বাসকে ধাক্কা দেয়। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোহাগ পরিবহনের বাসটি যানজটে আটকে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে। বাসটি যানজটের কারণে আটকে পড়ে রেললাইনের ওপরে। এ সময় কমলাপুর থেকে পঞ্চগড়গামী ট্রেন দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়।
তবে এ বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, বাসটি সম্ভবত বেনাপোল থেকে এসেছে। সেটি রেলগেট-সংলগ্ন কাউন্টারের দিকে যাচ্ছিল। রেলগেট পার হওয়ার সময় রেললাইনে বাসটি ওঠার পর যানজটে আটকা পড়ে। এ কারণে আগাতে ও পেছাতে পারছিল না বাসটি। পরে ট্রেনও কাছাকাছি চলে আসে। বাসটিতে হালকা ধাক্কা লাগে। এতে বাসের চালক ও সহকারী আহত হননি। তবে মাদ্রাজ ফেরত দুই বাসযাত্রী আহত হয়েছেন। তাঁরা বুকে প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাঁদের ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
এদিকে ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের অর্থোপেডিকস চিকিৎসক মো. লোকমান হোসেনের কাছে জানতে চাইলে তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন এই চিকিৎসকের সহযোগী মো. সোহাগ।
মো. সোহাগ বলেন, মাদ্রাজ থেকে বাংলাদেশে আসা দুজন যাত্রী ছিলেন ওই বাসে। তাঁরা বুকে আঘাত পেয়ে আমাদের এখানে এসেছিলেন পরামর্শ নিতে। তাঁদের প্রাথমিক সেবা দেওয়া হয়। পরে ব্যবস্থাপত্র নিয়ে তাঁরা চলে গেছেন। তবে তাড়াহুড়োর কারণে তাঁদের নাম রেজিস্ট্রার খাতায় অন্তর্ভুক্ত করা হয়নি।
রাত সাড়ে ১০টার দিকে দ্রুতযান এক্সপ্রেসকে পিছিয়ে কমলাপুরের দিকে নেওয়া হয়েছে। পরে বাসটিকেও সরানো হয়। বাসটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সামনের কাচ ও কয়েকটি জানালার কাচ ভেঙেছে। এরপর ১০টা ৫৫ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৮ মিনিট আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
১ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
১ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে