Ajker Patrika

চোখের সামনে পুড়েছে নিজের বাস, অচেতন হয়ে হাসপাতালে মালিক

গাজীপুর প্রতিনিধি
চোখের সামনে পুড়েছে নিজের বাস, অচেতন হয়ে হাসপাতালে মালিক

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের প্রথম দিনে আজ রোববার দুপুরে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় শিববাড়ি-জয়দেবপুর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নি-সংযোগ করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। 

তবে নিজের আয়ের একমাত্র অবলম্বন ওই বাসে আগুন দেখে বাসের মালিক ও চালক দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। 

বাসমালিক দেলোয়ারের চাচাতো ভাই সাগর হোসেন আজকের পত্রিকাকে জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকায়। বর্তমানে তারা গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় ভাড়া বাসায় থাকেন। দেলোয়ার তাঁর শেষ সম্বল ৭ কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় বাসটি কিনেছেন। এ জন্য প্রতি মাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। 

তিনি আরও জানান, ভাড়া বাসায় থেকে দেলোয়ার তুরাগ পরিবহনের নামে তার গাড়িটি ঢাকা-শেরপুর রুটে চালান। বাসটির মালিক হওয়া সত্ত্বেও নিজেই গাড়িটির চালান দেলোয়ার। দীর্ঘদিন ধরেই ট্রিপ শেষে গাড়িটি ভাড়া বাসার পাশে বরকত সরণিতে সড়কের পাশে পুকুর পাড় দাঁড় করিয়ে রাখেন। 

ঘটনার বিবরণীতে সাগর হোসেন বলেন, প্রতিদিনের মতো শনিবার ভোররাতে একই স্থানে গাড়িটি রেখে বাসায় যান দেলোয়ার। দুপুরে কে বা কারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুড়ো গাড়িতে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পরে এলাকাবাসী পাশের পুকুরের পানি দিয়ে গাড়ির আগুন নেভায়। 

তিনি আরও জানান, নিজের শেষ সম্বল গাড়িটিতে অগ্নিকাণ্ডের খবর শুনে বাসা থেকে ছুটে যান দেলোয়ার। কাছে গিয়ে বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এখন দেলোয়ার কীভাবে বাসের কিস্তির টাকা পরিশোধ করবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনেরা। 

অগ্নিসংযোগের বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ বরকত সরণির সড়কের পাশে পুকুর পাড় দাঁড় করানো বাসে অগ্নিসংযোগের খবর শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা বাসটিতে অগ্নিসংযোগ করেছে, তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত