Ajker Patrika

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে পুলিশ রুখে দাঁড়াবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১০: ২৫
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে পুলিশ রুখে দাঁড়াবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হলে অতীতের মতো রুখে দাঁড়াবে পুলিশ।’ 

আজ সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সে সম্মেলনকক্ষে নভেম্বর ২০২২-এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গি দমনে সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে পুলিশ। বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন অনেক বীর পুলিশ সদস্য। কিন্তু কোনো অপশক্তিই আমাদের দমিয়ে রাখতে পারেনি। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে পিছপা হইনি। আমার বিশ্বাস, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র হলে অতীতের মতো দেশপ্রেম দিয়ে আপনারা রুখে দিতে পারবেন।’

বাংলাদেশ পুলিশের সব বীর মুক্তিযোদ্ধা, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ডিসেম্বর যদিও বিজয়ের মাস, তেমনি এটি ট্র্যাজেডিরও মাস। স্বাধীনতার পরাজিত শক্তি কিন্তু বসে নেই, তারা ’৭১-এর পর থেকে স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে বারবার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ বারবারই তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। দেশের ক্রান্তিলগ্নে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেনি। ১৯৭১ ও ১৯৭৫ সালে পুলিশ বুকের তাজা রক্ত দিয়ে দেশপ্রেমের প্রমাণ দিয়েছে।’ 

মাসিক অপরাধ পর্যালোচনা সভার শুরুতেই গত নভেম্বর মাসের খাতওয়ারী অপরাধ বিবরণী পর্যালোচনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি। 

সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। 

নভেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি ক্রাইম ও নয়টি গোয়েন্দা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত