Ajker Patrika

শহীদি মার্চের জন্য রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০৩
শহীদি মার্চের জন্য রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘শহীদি মার্চে’ যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষক, ছাত্র-শ্রমিকসহ সব স্তরের মানুষ। আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার ঘোষণা থাকলেও এখনো জড়ো হচ্ছে মানুষ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, রাজধানীর সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীদি মার্চের কেন্দ্রস্থলে জড়ো হচ্ছে।  

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ, নূরজাহান বেগম উচ্চবিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইমপেরিয়াল কলেজ, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, খিলগাঁও মাকজালুল উলুম মাদ্রাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত হতে দেখা যায়। 

শুধু শিক্ষার্থীরা নয়, যোগ দিয়েছেন শিক্ষক, রিকশাওয়ালা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ। এ সময় ছাত্র-জনতা ‘আমাদের শহীদেরা, আমাদের শক্তি’, ‘আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘২৪ আমাদের বিশ্বাস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ একাধিক স্লোগান দেন।  

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা উড়িয়ে আন্দোলনস্থলে যোগ দিচ্ছেন। কেউ কেউ শহীদদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। কেউ বাংলাদেশের পতাকার সঙ্গে ফিলিস্তিনের পতাকাও উড়িয়েছেন। শহীদি মার্চটি রাজু থেকে নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি ২৭, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত