Ajker Patrika

শিবচরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত বৃদ্ধের নাম তোতা হাওলাদার (৬০)। তিনি হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির কাজের জন্য আনা বালু ঢেকে রাখতে বাড়ির পাশে যান তোতা হাওলাদার। পাশেই একটি গ্যারেজে চার্জ দেওয়া হতো ইজিবাইক ও ভ্যান। কাজ করার এক ফাঁকে গ্যারেজের টিনের বেড়ার সঙ্গে স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

নিহতের ভাতিজা মো. সুজন হাওলাদার বলেন, ‘কাকা বৃষ্টির সময় বালু ঢাকতে বাড়ির পাশে যায়। ওখানেই গ্যারেজের টিনের সঙ্গে আমরা তাকে মিশে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম স্ট্রোক করেছে। আমি তাকে ধরতেই আমিও বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ি। পরে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে কাকাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবরটি এখনো আমাদের কাছে আসেনি। তবে এখনই খোঁজ নিচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত