বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
বাজারে টাকা উত্তোলনকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির হিজড়াদের দুই গ্রুপে মারামারির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক গ্রুপের প্রধান সাদিয়া আক্তার বাদী হয়ে অপর গ্রুপের মোজাহার ওরফে সুমির বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন।
আজ বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। মোজাহার হিজড়া তাঁর ভাই ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে সাদিয়া ও তাঁর দলের কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদী সাদিয়া আক্তার বলেন, ‘সোনাপুর বাজারটি প্রায় ২০ বছর ধরে আমাদের নিয়ন্ত্রণে। আমরা বালিয়াকান্দির অনেক হিজড়া ওই বাজার থেকে টাকা তুলে জীবন-ধারণ করে থাকি। নিয়ম অনুযায়ী আজ আমরা সকালে টাকা তুলতে গেলে হিজড়া মোজাহার ওরফে সুমি তার দলবল নিয়ে প্রথমে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা তাদের গালিগালাজ না করার জন্য অনুরোধ করলে তারা আমাদের ওপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমার বুকে, পিঠে ও মাজায় লাথি মারতে থাকে। আমার সঙ্গে থাকা হিজড়া সদস্য পরি এবং হ্যাপি ঠেকাতে গেলে তাদেরও বেদম মারধর করে তারা। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।’
সাদিয়া আরও বলেন, ‘বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট মালিক পক্ষকে জানাই এবং বালিয়াকান্দি থানায় এসে একটি এজাহার দায়ের করি। এজাহারে মোজাহারসহ আরও তিনজনের নাম উল্লেখ করেছি। তাঁরা হলেন—গোলাপ (২৮), শাহিন (৪২) ও রুবেল (২৪)।’
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন বলেন, ‘এ ঘটনায় হিজড়া সাদিয়া একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি দেখে ওসি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’
বাজারে টাকা উত্তোলনকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির হিজড়াদের দুই গ্রুপে মারামারির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক গ্রুপের প্রধান সাদিয়া আক্তার বাদী হয়ে অপর গ্রুপের মোজাহার ওরফে সুমির বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন।
আজ বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। মোজাহার হিজড়া তাঁর ভাই ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে সাদিয়া ও তাঁর দলের কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদী সাদিয়া আক্তার বলেন, ‘সোনাপুর বাজারটি প্রায় ২০ বছর ধরে আমাদের নিয়ন্ত্রণে। আমরা বালিয়াকান্দির অনেক হিজড়া ওই বাজার থেকে টাকা তুলে জীবন-ধারণ করে থাকি। নিয়ম অনুযায়ী আজ আমরা সকালে টাকা তুলতে গেলে হিজড়া মোজাহার ওরফে সুমি তার দলবল নিয়ে প্রথমে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা তাদের গালিগালাজ না করার জন্য অনুরোধ করলে তারা আমাদের ওপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমার বুকে, পিঠে ও মাজায় লাথি মারতে থাকে। আমার সঙ্গে থাকা হিজড়া সদস্য পরি এবং হ্যাপি ঠেকাতে গেলে তাদেরও বেদম মারধর করে তারা। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।’
সাদিয়া আরও বলেন, ‘বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট মালিক পক্ষকে জানাই এবং বালিয়াকান্দি থানায় এসে একটি এজাহার দায়ের করি। এজাহারে মোজাহারসহ আরও তিনজনের নাম উল্লেখ করেছি। তাঁরা হলেন—গোলাপ (২৮), শাহিন (৪২) ও রুবেল (২৪)।’
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন বলেন, ‘এ ঘটনায় হিজড়া সাদিয়া একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি দেখে ওসি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
৪ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে