Ajker Patrika

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০০: ৫৬
রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় হাসিবুল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। 

পথচারী রেজাউল করিম মাসুম জানান, কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় ওই কিশোর। দেখতে পেয়ে তাকে দ্রুত স্থানীয় সাফেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। 

মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের সহকর্মী মো. আলম জানান, নিহত হাসিবুলের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়। মালিবাগ ইবনে সিনা হাসপাতালে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত। ওই হাসপাতালেই থাকত। রাতে বাজার করতে বের হয়েছিল। পরে জানতে পারি দুর্ঘটনা মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত