Ajker Patrika

ইজতেমা ময়দানে ৭২ জোড়া যৌতুকবিহীন বিয়ে

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
Thumbnail image

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। আজ শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে যৌতুক বিহীন বিয়ে পড়ানো হয়। 

যৌতুক বিহীন বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এবার ৭২ জোড়া যৌতুক বিহীন বিয়ে পড়ানো হয়। 

বিশ্ব ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিয়ে পড়ানোর আগে জুহাইরুল হাসান বলেন, ‘ইসলাম শুধু যৌতুক প্রথার বিরোধীই নয়, বিয়ে-শাদির ক্ষেত্রে সব ধরনের অপচয়েরও বিপক্ষে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বিয়েই সর্বাধিক বরকতময়, যে বিয়েতে ব্যয় খুব সামান্যই হয়। তবে কোনো ধরনের চাপ ও শর্ত ছাড়া কন্যাপক্ষ খুশিমনে বরকে বা বরপক্ষকে কিছু দিলে তা যৌতুক হবে না, বরং তা উপহার বা হাদিয়া হিসেবে গণ্য হবে।’ 

ময়দানে যৌতুক বিহীন বিয়ে করেছেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার আবুল বাশার। তিনি গাজীপুর সদর এলাকার একটি মসজিদে ইমামতি করেন। আজ রংপুর জেলার মিঠাপুকুর থানার মার্জিয়া আক্তারের সঙ্গে যৌতুক বিহীন বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। 

আবুল বাশার বলেন, ‘পঁচিশ দিন আগে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। আজ যৌতুক বিহীন বিয়ে করলাম। কনের পক্ষ থেকে তাঁর বাবা এসেছেন। ২ লাখ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পন্ন হয়েছে। দেনমোহরের টাকা পরিশোধ করিনি।’ 

এর আগে দুপুরে বিয়ের জন্য বর ও কনের তালিকা নেয়া হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা দেওয়া হয়। বয়ান শেষে ওইসব বর ও কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত বর-কনের স্বজনদের ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়। 

উল্লেখ, আগামী ৪ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় ধাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত