Ajker Patrika

ফেসবুকে বাড়ির ছবি পোস্ট, এর পরেই হামলার শিকার অভিনেতা আজাদ

সাভার (ঢাকা) প্রতিনিধি
অভিনেতা আজাদ। ছবি: সংগৃহীত
অভিনেতা আজাদ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বাড়ির ছবি পোস্ট করেছিলেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। এর পরের রাতে সেই বাড়িতে হামলা চালিয়ে আজাদের দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা।

এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে এলে মারধর করা হয় তাঁর মা ও স্ত্রীকে। গুলিবিদ্ধ আজাদ ও তাঁর স্ত্রী রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো ব্যাপারীপাড়া এলাকায় নিজের বাসায় হামলার শিকার হন অভিনেতা আজাদ। এর আগে শুক্রবার ফেসবুকে নিজের বাড়ির ছবি পোস্ট করেছিলেন তিনি।

ভুক্তভোগীর স্বজনেরা জানান, ভোরে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁদের তিনতলা বাড়ির দোতলায় রান্নাঘরের গ্রিল কেটে প্রবেশ করেন। শব্দে ঘুম ভেঙে গেলে আজাদ রান্নাঘরের দিকে এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁকে রক্ষা করতে গিয়ে হামলায় তাঁর স্ত্রী ও মা আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাটিকে ডাকাতি দাবি করে আজাদের চাচাতো ভাই জিল্লুর রহমান বলেন, ‘রাত ৩টার দিকে ঘুমের মধ্যে চিৎকার শুনি। বের হলে আমার সামনে দিয়ে তিনজন লোক যায়। তাদের হাতে বাজারের ব্যাগ ছিল। মনে করেছি, আশপাশে কাজ করে এমন সাধারণ লোক। পরে শুনি ডাকাত এসে আমার চাচাতো ভাইকে গুলি করেছে। তবে তারা কিছু নেয়নি। আজাদের দুই পায়ে তিনটি গুলি করা হয়েছে। আর আজাদের মাকে পায়ে ও স্ত্রীকে মাথায় আঘাত করা হয়েছে।’

আজাদের মা আজিজুন্নাহার প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। আজাদ ও তাঁর স্ত্রী রোকসানা হক এখনো চিকিৎসাধীন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

টেলিভিশন বিজ্ঞাপনসহ ‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল’, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো নাটকে অভিনয় করেছেন আজাদ। এ ছাড়া ‘লিডার’ সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত