Ajker Patrika

বেতন-বোনাসের দাবিতে উত্তরখানে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৬: ৫৪
বেতন-বোনাসের দাবিতে উত্তরখানে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তরখানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। আজ মঙ্গলবার সকালে উত্তরখানের চানপাড়া এলাকার এইচআরবি অ্যাপারেলস লিমিটেড নামের গার্মেন্টসের কয়েক শ শ্রমিক সকাল থেকে এ আন্দোলন শুরু করেন। 

আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, ‘মাস শেষ হলেই বেতন দেওয়া নিয়ে টালবাহানা করে মালিক-কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে এমন টালবাহানা করে আসছে তারা। তারা বলেন সারা বছর কাজ করেছি, রমজানের ঈদ চলে এসেছে। সবাই পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে গেছে। অথচ আমরা বাড়ি যাওয়া তো দূরের কথা, বেতন-বোনাসও পাই নাই।’ 

শ্রমিকদের দাবি, আমরা ৪৫০ জন শ্রমিক। গত মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস পাই আমরা। দুই দিন পর ঈদ, কিন্তু মালিক টাকা দেয় না। যার কারণে সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত আমরা আবদুল্লাহপুর-মৈনারটেক সড়ক অবরোধ করে আন্দোলন করেছি। পরে পুলিশ এসে আমাদের শান্ত করে গার্মেন্টসের ভেতরে ঢুকিয়েছে। 

শ্রমিকদের দাবি, আমরা বেতন না পেয়ে এখান থেকে যাব না। বেতন পাওয়ার জন্য আমাদের যা যা করতে হয় করব। 

এদিকে, শ্রমিকদের আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এক মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে এইচআরবি গার্মেন্টসের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তারা রাস্তাও অবরোধ করে রেখেছিল।’ 

ওসি মামুন বলেন, ‘গার্মেন্টসটির মালিক ছিল না। এখন মালিক-কর্তৃপক্ষ এসেছে। কীভাবে শ্রমিকদের বেতন পরিশোধ করা যায়—সেই চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত