Ajker Patrika

ট্রেনে করে আজ ঢাকা ছাড়বে দেড় লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২৪, ১৪: ২৮
ট্রেনে করে আজ ঢাকা ছাড়বে দেড় লাখ মানুষ

ঈদযাত্রার চতুর্থ দিনে আজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত দুটি স্পেশাল ট্রেনসহ মোট ৬৯ জোড়া ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, ‘আশা করছি এই ট্রেনগুলোর মাধ্যমে আজ সারা দিনে এক থেকে দেড় লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবে।’ আজ শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনের নিজ কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। 

মাসুদ সারওয়ার বলেন, ‘সকাল থেকে এখন (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) পর্যন্ত ১৭টি লোকাল, মেইল, কমিউটার ও আন্তনগর ট্রেন ঢাকা ছেড়েছে। আজ সারা দিনে ২টা স্পেশাল ট্রেনসহ মোট ৬৯ জোড়া ট্রেন চলাচল করবে। আশা করছি, এই ট্রেনগুলোর মাধ্যমে এক থেকে দেড় লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবে।’ 

মাসুদ সারওয়ার আরও বলেন, ‘গত ১২ জুন থেকে এবারের পবিত্র ঈদুল আজহার যাত্রা শুরু হয়েছে। তিন দিনে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের গন্তব্যে যেসব ট্রেন আমরা পরিচালনা করেছি, সেগুলোর যাত্রীরা নিজ নিজ গন্তব্যে নিরাপদে ও ভোগান্তিহীনভাবে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।’ 

কমলাপুর স্টেশনের ম্যানেজার আরও বলেন, ‘আজ সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। সবগুলো ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন ত্যাগ করেছে। যাত্রীরা আমাদের ব্যবস্থাপনায় অনেকটা আনন্দিত হয়েছেন। আমরা এবার বিনা টিকিটে ভ্রমণ করার প্রবণতাটা একটু কম দেখেছি। যাত্রীরা সচেতন হয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, ডিএমপি, র‍্যাব এবং বাংলাদেশের অন্যান্য বাহিনী সম্মিলিতভাবে আমাদের সহযোগিতা করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ভোগান্তিহীন নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পেরেছি। এখনো পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় বা বিলম্ব—সবকিছু এড়িয়ে অত্যন্ত নিরাপদে মানুষ নির্দিষ্ট সময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছে।’ 

বাংলাদেশ রেলওয়ে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের সকল পর্যায়ের একটি মনিটরিং টিম কাজ করছে উল্লেখ করে মাসুদ সারওয়ার বলেন, ‘আপনারা জানেন, আগামীকাল আমাদের ঈদযাত্রার শেষ দিন। শেষ পর্যন্ত যাতে সবকিছু স্বাভাবিক থাকে এবং সুন্দরভাবে যাত্রীরা নিজ নিজ মন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় ও সহযোগিতায় আমরা সুন্দর একটি ঈদযাত্রা উপহার দিতে পেরেছি।’ 

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার। ছবি: আজকের পত্রিকা টিকিট কালোবাজারি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাসুদ সারওয়ার বলেন, ‘বাংলাদেশের রেলওয়ের চাহিদার তুলনায় জোগান অপ্রতুল। আমরা আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আন্তনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০ টিকিট দিতে পেরেছি। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না। কিন্তু এই ৩৩ হাজার ৫০০ টিকিটের বিপরীতে চাহিদা ছিল ব্যাপক। প্রায় ৪ লাখ থেকে ৫ লাখ মানুষ ঢাকা ছাড়তে চেয়েছিল আন্তনগর ট্রেনে। 

তিনি বলেন, ‘বেশির ভাগ যাত্রী হয়তো অনলাইনে টিকিট কাটতে পারেননি। যাঁরা পেরেছেন, তারা বাড়িতে পৌঁছে গেছেন। এখন এই টিকিটগুলো পাওয়ার জন্য যে ব্যাপক চাওয়া, এটিকে পুঁজি করে একশ্রেণির প্রতারক টিকিট প্রিন্ট আউট করে, এডিট করে বিভিন্নভাবে অনেককে প্রতারিত করেছে। তাদের র‍্যাব ধরেছে। কালোবাজার থেকে টিকিট কিনে প্রতারিত হয়েছে এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’ 

এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘এগুলো সম্ভব হয়েছে আপনাদের কারণে। কারণ টিকিট যার, ভ্রমণ তার—এই সতর্কতামূলক বার্তাগুলো আপনারাই পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এভাবেই রেল এগিয়ে যাবে। আশা করি আগামী দিনগুলোতেও টিকিট ব্ল্যাকের কোনো অভিযোগ শুনতে পাওয়া যাবে না।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, এই টিকিট ব্ল্যাক বন্ধ করার জন্য বাংলাদেশ রেলওয়ে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে একটা ছিল—টিকিট যার, ভ্রমণ তার নিশ্চিত করা, শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা, তিন ধাপের বিশেষ চেকিং কার্যক্রম, হেল্প ডেস্কের পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং এবং গোয়েন্দা নজরদারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত