শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে আইরিন আক্তার মুক্তি (১৭) নামের এক কলেজছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যাদুয়ারচরে এই ঘটনা ঘটে।
নিহত আইরিনের বাবা ফরহাদ গোমস্তা গা ঢাকা দিয়েছেন। আইরিন শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল।
কলেজছাত্রীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের লোকজন জানান, বেশ কয়েক দিন ধরে স্ত্রী নাজমা বেগমের সঙ্গে কলহ চলছে ফরহাদ গোমস্তার। আজ সকালে ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে আইরিনের সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে কাঠ দিয়ে পেটাতে থাকেন ফরহাদ। একপর্যায়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আইরিনের মৃত্যু হয়।
নাজমা বেগম বলেন, আমি রান্নাঘরে রান্না করছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মেয়ে আইরিন মাটিতে পড়ে আছে। আশপাশের লোকজনও তখন ছুটে আসে। হাসপাতালে আনতে আনতেই মেয়েটি মারা গেল।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তার বলেন, আজ সকালে আইরিনকে তার মা হাসপাতালে নিয়ে আসে। শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই আইরিনের মৃত্যু হয়েছে।
ওসি মোকতার হোসেন বলেন, পারিবারিক কলহের জের থেকেই আজ সকালে মেয়েকে কাঠ দিয়ে পেটান ফরহাদ। মাথায় আঘাত লাগার পর তার মেয়ের মৃত্যু হয়। ফরহাদ বাবা পলাতক রয়েছেন।
মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে আইরিন আক্তার মুক্তি (১৭) নামের এক কলেজছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যাদুয়ারচরে এই ঘটনা ঘটে।
নিহত আইরিনের বাবা ফরহাদ গোমস্তা গা ঢাকা দিয়েছেন। আইরিন শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল।
কলেজছাত্রীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের লোকজন জানান, বেশ কয়েক দিন ধরে স্ত্রী নাজমা বেগমের সঙ্গে কলহ চলছে ফরহাদ গোমস্তার। আজ সকালে ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে আইরিনের সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে কাঠ দিয়ে পেটাতে থাকেন ফরহাদ। একপর্যায়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আইরিনের মৃত্যু হয়।
নাজমা বেগম বলেন, আমি রান্নাঘরে রান্না করছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মেয়ে আইরিন মাটিতে পড়ে আছে। আশপাশের লোকজনও তখন ছুটে আসে। হাসপাতালে আনতে আনতেই মেয়েটি মারা গেল।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তার বলেন, আজ সকালে আইরিনকে তার মা হাসপাতালে নিয়ে আসে। শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই আইরিনের মৃত্যু হয়েছে।
ওসি মোকতার হোসেন বলেন, পারিবারিক কলহের জের থেকেই আজ সকালে মেয়েকে কাঠ দিয়ে পেটান ফরহাদ। মাথায় আঘাত লাগার পর তার মেয়ের মৃত্যু হয়। ফরহাদ বাবা পলাতক রয়েছেন।
টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বারমণ্ডুলীয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০)।
১৩ মিনিট আগেঝিনাইদহের কালীগঞ্জে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সাকোর বাজারে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতা শাহাব উদ্দিন বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। তথ্যটি দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আহমেদ।
২২ মিনিট আগেসুচিকিৎসার জন্য ওষুধ বিপণনের বিধিনিষেধের ক্ষেত্রে আরও সতর্কতা জরুরি। কারণ, ক্রেতারা যাতে ক্ষতির মুখে না পড়েন সেটা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে, প্রশিক্ষিত ফার্মাসিস্টও জরুরি। যাতে, চিকিৎসক ওষুধের নাম লিখে দেওয়ার পর তাঁরা রোগীকে সঠিক ওষুধটি দিতে পারেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে..
২৪ মিনিট আগে