Ajker Patrika

এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে হত্যা, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যাংকের নিরাপত্তাকর্মীকে হত্যা মামলার একমাত্র আসামি আব্দুল মতিনকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মতিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মৃত হাসমত উল্লাহর ছেলে।

অন্যদিকে নিহত নিরাপত্তাকর্মী আলী হোসেন মানিকগঞ্জ জেলার হরিরামপুরের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ফতুল্লার ভূঁইগড় বাজারের ডাচ্‌ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কাইউম খান বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আলী হোসেন ডিউটি চলাকালে আসামি আব্দুল মতিন তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

আহত অবস্থায় আলী হোসেন মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত রায় ঘোষণা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত