Ajker Patrika

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে পাটকলের নারী শ্রমিককে হত্যা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৫, ১৭: ৪২
নিহত ময়না বেগম। ছবি: সংগৃহীত
নিহত ময়না বেগম। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে পাটকলের এক নারী শ্রমিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নারীর নাম ময়না বেগম (৩৫)। উপজেলার দাদপুর ইউনিয়নের মাঝিকান্দিপাড়ার ইউনুচ শেখের মেয়ে তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামের শরিফুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ময়নার। তবে কলহের জেরে দুই মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। পরে ময়না বিয়ে করেন একই উপজেলার পরমেশ্বরদী গ্রামের শামীম হোসেনকে। এই সংসারে তাঁর এক ছেলে ও এক মেয়ে হয়। দুই বছর আগে শামীম মারা গেলে তিনি পাটকলে শ্রমিক হিসেবে কাজ নেন।

গত রোববার ময়না চুয়াডাঙ্গার জামাল হোসেনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিষয়টি জানতে পারে সাবেক স্বামী শরিফুল পরদিনই ময়নার বাড়িতে এসে তাঁকে হুমকি দিয়ে নতুন স্বামীকে তালাক দিতে বলেন। এতে ময়না রাজি হননি।

নিহত ময়নার ভাই একরাম হোসেন জানান, গত বুধবার সকালে বাড়িতে এসে ময়নাকে তুলে নেন শরিফুলসহ তাঁর লোকজন। পরে নির্যাতনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শরিফুল। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে রাতে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান। তখন পালিয়ে যান শরিফুল।

আজ শুক্রবার দুপুরে বাড়িতে গিয়ে দেখা যায়, ময়নার বৃদ্ধা মা আছিরন বেগম মেয়েকে হারিয়ে আহাজারি করছেন। তিনি বলেন, ‘শরিফুল খারাপ ধরনের লোক। ছাড়াছাড়ি হয়ে গেলেও আমার মেয়ের পিছু ছাড়েনি। আমি ওর ফাঁসি চাই।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত ময়নার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যার মূল কারণ জানা যাবে। পুলিশ এ বিষয়ে এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত