ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে পাটকলের এক নারী শ্রমিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত নারীর নাম ময়না বেগম (৩৫)। উপজেলার দাদপুর ইউনিয়নের মাঝিকান্দিপাড়ার ইউনুচ শেখের মেয়ে তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামের শরিফুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ময়নার। তবে কলহের জেরে দুই মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। পরে ময়না বিয়ে করেন একই উপজেলার পরমেশ্বরদী গ্রামের শামীম হোসেনকে। এই সংসারে তাঁর এক ছেলে ও এক মেয়ে হয়। দুই বছর আগে শামীম মারা গেলে তিনি পাটকলে শ্রমিক হিসেবে কাজ নেন।
গত রোববার ময়না চুয়াডাঙ্গার জামাল হোসেনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিষয়টি জানতে পারে সাবেক স্বামী শরিফুল পরদিনই ময়নার বাড়িতে এসে তাঁকে হুমকি দিয়ে নতুন স্বামীকে তালাক দিতে বলেন। এতে ময়না রাজি হননি।
নিহত ময়নার ভাই একরাম হোসেন জানান, গত বুধবার সকালে বাড়িতে এসে ময়নাকে তুলে নেন শরিফুলসহ তাঁর লোকজন। পরে নির্যাতনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শরিফুল। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে রাতে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান। তখন পালিয়ে যান শরিফুল।
আজ শুক্রবার দুপুরে বাড়িতে গিয়ে দেখা যায়, ময়নার বৃদ্ধা মা আছিরন বেগম মেয়েকে হারিয়ে আহাজারি করছেন। তিনি বলেন, ‘শরিফুল খারাপ ধরনের লোক। ছাড়াছাড়ি হয়ে গেলেও আমার মেয়ের পিছু ছাড়েনি। আমি ওর ফাঁসি চাই।’
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত ময়নার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যার মূল কারণ জানা যাবে। পুলিশ এ বিষয়ে এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের বোয়ালমারীতে পাটকলের এক নারী শ্রমিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত নারীর নাম ময়না বেগম (৩৫)। উপজেলার দাদপুর ইউনিয়নের মাঝিকান্দিপাড়ার ইউনুচ শেখের মেয়ে তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামের শরিফুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ময়নার। তবে কলহের জেরে দুই মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। পরে ময়না বিয়ে করেন একই উপজেলার পরমেশ্বরদী গ্রামের শামীম হোসেনকে। এই সংসারে তাঁর এক ছেলে ও এক মেয়ে হয়। দুই বছর আগে শামীম মারা গেলে তিনি পাটকলে শ্রমিক হিসেবে কাজ নেন।
গত রোববার ময়না চুয়াডাঙ্গার জামাল হোসেনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিষয়টি জানতে পারে সাবেক স্বামী শরিফুল পরদিনই ময়নার বাড়িতে এসে তাঁকে হুমকি দিয়ে নতুন স্বামীকে তালাক দিতে বলেন। এতে ময়না রাজি হননি।
নিহত ময়নার ভাই একরাম হোসেন জানান, গত বুধবার সকালে বাড়িতে এসে ময়নাকে তুলে নেন শরিফুলসহ তাঁর লোকজন। পরে নির্যাতনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শরিফুল। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে রাতে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান। তখন পালিয়ে যান শরিফুল।
আজ শুক্রবার দুপুরে বাড়িতে গিয়ে দেখা যায়, ময়নার বৃদ্ধা মা আছিরন বেগম মেয়েকে হারিয়ে আহাজারি করছেন। তিনি বলেন, ‘শরিফুল খারাপ ধরনের লোক। ছাড়াছাড়ি হয়ে গেলেও আমার মেয়ের পিছু ছাড়েনি। আমি ওর ফাঁসি চাই।’
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত ময়নার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যার মূল কারণ জানা যাবে। পুলিশ এ বিষয়ে এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৫ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৬ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৬ ঘণ্টা আগে