নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রিমান্ড আবেদনের ওপর শুনানি আগামীকাল সোমবার।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আলম জানান, গত ১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই সুমিত কুমার সাহা দুই বিএনপি নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য সোমবার তারিখ ধার্য করেন। ওই দিন রিমান্ডের আবেদনের ওপরও শুনানি হবে।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করেন। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে মির্জা ফখরুল গত ২৯ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন। ওই মামলায় তাঁর জামিন আবেদন শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
অন্যদিকে আমীর খসরু গত ৯ নভেম্বর থেকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন।
২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১১ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে এবং ১০ মামলায় আমির খসরুকে আসামি করা হয়েছে। এসব মামলায় দীর্ঘদিন তাঁদের গ্রেপ্তার না দেখানোর কারণে গত ১৩ ডিসেম্বর তাঁদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিনের আবেদন ফিরিয়ে দেন। এর পরদিন এক মামলায় দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পল্টন থানার পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মির্জা ফখরুল ও আমির খসরু এই মামলায় এজাহারনামীয় আসামি। এজাহারনামীয় ও তাদের সহযোগী আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধে দাঙ্গা-হাঙ্গামা করতে বাঁশের লাঠি নিয়ে সজ্জিত হয়ে পুলিশকে আক্রমণ, বলপ্রয়োগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর জখম করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ব্যক্তি ও সম্পত্তির ক্ষতি সাধন করে। উল্লেখিত আসামিরা বিএনপির কেন্দ্রীয় নেতা। তারা ঘটনার দিন নাশকতা ও অরাজক পরিবেশ সৃষ্টির জন্য প্রকাশ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় ও পলাতক আসামিরা নাশকতামূলক কার্যক্রমে অংশ নেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করতে দুজনকে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রিমান্ড আবেদনের ওপর শুনানি আগামীকাল সোমবার।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আলম জানান, গত ১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই সুমিত কুমার সাহা দুই বিএনপি নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য সোমবার তারিখ ধার্য করেন। ওই দিন রিমান্ডের আবেদনের ওপরও শুনানি হবে।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করেন। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে মির্জা ফখরুল গত ২৯ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন। ওই মামলায় তাঁর জামিন আবেদন শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
অন্যদিকে আমীর খসরু গত ৯ নভেম্বর থেকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন।
২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১১ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে এবং ১০ মামলায় আমির খসরুকে আসামি করা হয়েছে। এসব মামলায় দীর্ঘদিন তাঁদের গ্রেপ্তার না দেখানোর কারণে গত ১৩ ডিসেম্বর তাঁদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিনের আবেদন ফিরিয়ে দেন। এর পরদিন এক মামলায় দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পল্টন থানার পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মির্জা ফখরুল ও আমির খসরু এই মামলায় এজাহারনামীয় আসামি। এজাহারনামীয় ও তাদের সহযোগী আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধে দাঙ্গা-হাঙ্গামা করতে বাঁশের লাঠি নিয়ে সজ্জিত হয়ে পুলিশকে আক্রমণ, বলপ্রয়োগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর জখম করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ব্যক্তি ও সম্পত্তির ক্ষতি সাধন করে। উল্লেখিত আসামিরা বিএনপির কেন্দ্রীয় নেতা। তারা ঘটনার দিন নাশকতা ও অরাজক পরিবেশ সৃষ্টির জন্য প্রকাশ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় ও পলাতক আসামিরা নাশকতামূলক কার্যক্রমে অংশ নেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করতে দুজনকে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে