Ajker Patrika

মেঘনা সেতুর টোলপ্লাজায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫ 

মেঘনা সেতুর টোলপ্লাজায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫ 

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসে থাকা ৫ জন দগ্ধ হয়েছেন।

আজ বুধবার দুপুরে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোলপ্লাজার সামনের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোলপ্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালার কাচ ভেঙে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল হক।

ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোবাসে আগুন ধরে যায়। ছবি: আজকের পত্রিকাতিনি বলেন, ‘খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। এর মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত