জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হল আগামীকাল মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়ালি হলগুলো উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা জহির রায়হান মিলনায়তন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘হলগুলো উদ্বোধন হলে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা শিক্ষার্থীদের হলে ওঠাতে পারব।’
নতুন এই ছয়টি হলের মধ্যে তিনটি ছাত্রদের ও তিনটি মেয়েদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে হলগুলোর নির্মাণ কাজ ২০১৮ সালে শুরু হয়। এ ছাড়া ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের কাজ শুরু হয় ২০১১ সালের নভেম্বর মাসে।
এর আগে, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট নবনির্মিত ছয়টি হলের নামকরণ করে।
ছাত্রীদের তিনটি হলের মধ্যে ১৭ নং হলের নাম রোকেয়া হল, ১৮ নং হলের নাম ফজিলাতুন নেছা হল ও ১৯ নম্বর হলের নাম বীরপ্রতীক তারামন বিবি হল নামকরণ করা হয়েছে। অন্যদিকে ছাত্রদের তিনটি হলের মধ্যে ২০ নং হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ হল, ২১ নং হলের নাম শেখ রাসেল এবং ২২ নং হলের নাম কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদে ১ হাজার ৪৪৫ কোটি টাকা অনুমোদন করা হয়। এই প্রকল্পের আওতায় তিন ধাপে বিশ্ববিদ্যালয়টিতে ২৩টি স্থাপনা নির্মাণ করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হল আগামীকাল মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়ালি হলগুলো উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা জহির রায়হান মিলনায়তন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘হলগুলো উদ্বোধন হলে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা শিক্ষার্থীদের হলে ওঠাতে পারব।’
নতুন এই ছয়টি হলের মধ্যে তিনটি ছাত্রদের ও তিনটি মেয়েদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে হলগুলোর নির্মাণ কাজ ২০১৮ সালে শুরু হয়। এ ছাড়া ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের কাজ শুরু হয় ২০১১ সালের নভেম্বর মাসে।
এর আগে, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট নবনির্মিত ছয়টি হলের নামকরণ করে।
ছাত্রীদের তিনটি হলের মধ্যে ১৭ নং হলের নাম রোকেয়া হল, ১৮ নং হলের নাম ফজিলাতুন নেছা হল ও ১৯ নম্বর হলের নাম বীরপ্রতীক তারামন বিবি হল নামকরণ করা হয়েছে। অন্যদিকে ছাত্রদের তিনটি হলের মধ্যে ২০ নং হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ হল, ২১ নং হলের নাম শেখ রাসেল এবং ২২ নং হলের নাম কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদে ১ হাজার ৪৪৫ কোটি টাকা অনুমোদন করা হয়। এই প্রকল্পের আওতায় তিন ধাপে বিশ্ববিদ্যালয়টিতে ২৩টি স্থাপনা নির্মাণ করা হবে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে