জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চসহ উন্মুক্ত পরিবেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়। এর আগে গত ২০ সেপ্টেম্বর সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘শীতকালে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও সাবেক-বর্তমান বিভিন্ন ব্যাচের রিইউনিয়নের অনুষ্ঠানগুলো প্রায় মধ্যরাত পর্যন্ত মুক্তমঞ্চে হয়। এতে একাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে ক্যাম্পাসে অপরাধমূলক কাজে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া আদেশে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি তিন বছরে একবার আয়োজন করা, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ব্যাচগুলোর বর্ষপূর্তি কিংবা রিইউনিয়নের অনুষ্ঠান না করা এবং রাত ১০টার পর কোনো অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ ওই সংগঠনকে কালো তালিকাভুক্ত করার কথা উল্লেখ করা হয়।
তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ে রাতভর অনুষ্ঠান ও উচ্চশব্দে গান বাজনার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ ’-এর ৫ (ধ) ধারায় বলা আছে ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো প্রকার মাইকিং, ব্যান্ড পার্টি ও শোভাযাত্রা করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন’ এবং ৫ (য়) ধারা অনুসারে ‘আবাসিক হলে অন্য কোনো ছাত্র-ছাত্রীর পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হয়, এমন চিত্তবিনোদনের ব্যবস্থা করা যাবে না।’
গত কয়েক বছরে মুক্তমঞ্চের অধিকাংশ অনুষ্ঠানগুলোতে কর্তৃপক্ষের দেওয়া নিয়মকানুন ও শর্ত যথাযথভাবে মানা হয়নি। এমনকি নিয়ম লঙ্ঘন করে আবাসিক হলের পাশেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে পড়ালেখায় ব্যাঘাত ও মানসিক স্বাস্থ্যহানির অভিযোগ জানায় শিক্ষার্থীরা।
তা ছাড়া মুক্তমঞ্চে রাতভর অনুষ্ঠান চলায় সেখানে নিয়মিত মাদকের আসর, শিক্ষার্থীদের মধ্যে সংঘাত ও বহিরাগতদের থেকে একাধিকবার ছিনতাইয়ের ঘটনার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শীতকালে বিশেষ করে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা অনেকেই ক্যাম্পাসে নানা অনুষ্ঠান (প্রোগ্রাম) করে। কিন্তু সেসব অনুষ্ঠানের প্রভাব যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেটা নিয়ে কেউ চিন্তা করে না।’
তিনি বলেন, ‘বড় সংকটের জায়গা হচ্ছে, অনেকের কাছে সন্ধ্যা হয় রাত ১২টায়। মূল অনুষ্ঠান (প্রোগ্রাম) শুরু করে রাত ১২টার পর এবং সেটা সারা রাত ধরে চলতে থাকে। যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। এতে করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা ও গবেষণার জন্য শিক্ষার্থীরা প্রায় সারা দিনই বিশ্ববিদ্যালয়ে থাকে। রাতে তাদের পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সেই আলোকে ও বিভিন্ন প্রেক্ষাপট মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চসহ উন্মুক্ত পরিবেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়। এর আগে গত ২০ সেপ্টেম্বর সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘শীতকালে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও সাবেক-বর্তমান বিভিন্ন ব্যাচের রিইউনিয়নের অনুষ্ঠানগুলো প্রায় মধ্যরাত পর্যন্ত মুক্তমঞ্চে হয়। এতে একাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে ক্যাম্পাসে অপরাধমূলক কাজে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া আদেশে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি তিন বছরে একবার আয়োজন করা, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ব্যাচগুলোর বর্ষপূর্তি কিংবা রিইউনিয়নের অনুষ্ঠান না করা এবং রাত ১০টার পর কোনো অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ ওই সংগঠনকে কালো তালিকাভুক্ত করার কথা উল্লেখ করা হয়।
তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ে রাতভর অনুষ্ঠান ও উচ্চশব্দে গান বাজনার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ ’-এর ৫ (ধ) ধারায় বলা আছে ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো প্রকার মাইকিং, ব্যান্ড পার্টি ও শোভাযাত্রা করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন’ এবং ৫ (য়) ধারা অনুসারে ‘আবাসিক হলে অন্য কোনো ছাত্র-ছাত্রীর পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হয়, এমন চিত্তবিনোদনের ব্যবস্থা করা যাবে না।’
গত কয়েক বছরে মুক্তমঞ্চের অধিকাংশ অনুষ্ঠানগুলোতে কর্তৃপক্ষের দেওয়া নিয়মকানুন ও শর্ত যথাযথভাবে মানা হয়নি। এমনকি নিয়ম লঙ্ঘন করে আবাসিক হলের পাশেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে পড়ালেখায় ব্যাঘাত ও মানসিক স্বাস্থ্যহানির অভিযোগ জানায় শিক্ষার্থীরা।
তা ছাড়া মুক্তমঞ্চে রাতভর অনুষ্ঠান চলায় সেখানে নিয়মিত মাদকের আসর, শিক্ষার্থীদের মধ্যে সংঘাত ও বহিরাগতদের থেকে একাধিকবার ছিনতাইয়ের ঘটনার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শীতকালে বিশেষ করে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা অনেকেই ক্যাম্পাসে নানা অনুষ্ঠান (প্রোগ্রাম) করে। কিন্তু সেসব অনুষ্ঠানের প্রভাব যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেটা নিয়ে কেউ চিন্তা করে না।’
তিনি বলেন, ‘বড় সংকটের জায়গা হচ্ছে, অনেকের কাছে সন্ধ্যা হয় রাত ১২টায়। মূল অনুষ্ঠান (প্রোগ্রাম) শুরু করে রাত ১২টার পর এবং সেটা সারা রাত ধরে চলতে থাকে। যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। এতে করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা ও গবেষণার জন্য শিক্ষার্থীরা প্রায় সারা দিনই বিশ্ববিদ্যালয়ে থাকে। রাতে তাদের পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সেই আলোকে ও বিভিন্ন প্রেক্ষাপট মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
২০ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩৩ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে