শরীফ নাসরুল্লাহ, ঢাকা
বইমেলায় অন্যধারা প্যাভিলিয়নের পাশে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন তরুণ। তাঁদের হাতে ক্ল্যাসিক সাহিত্যের কিছু বই। একজন আরেকজনকে অভিযোগের সুরে বলছিলেন, আগের বইগুলোর মলাট যতটা সুন্দর ছিল, এখনকার বইগুলোর অতটা ভালো লাগে না। তাঁর কথায় সায় দিলেন অন্যরাও।
এই তরুণদের একজন মাহিন আকরাম আজকের পত্রিকাকে বললেন, ‘বইয়ের মলাট পাঠক আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ। এখনকার বইগুলোর মলাটে কী যেন নেই! ঠিক বোঝাতে পারব না। তবে এটুকু বলতে পারি, মলাটে বইয়ের গভীরতা প্রকাশ পায়।’ মাহিন কিনেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’।
বইমেলার নবম দিন ছিল গতকাল রোববার। স্টলে স্টলে সাজানো নতুন বই। বিভিন্ন বইয়ের মাঝে আছে উপন্যাসও। স্টলগুলো ঘুরে দেখা গেল, পাঠকের চাহিদা আছে উপন্যাসে। নবীন লেখকদের পাশাপাশি ধ্রুপদি কথাসাহিত্যিকদের কদরও আছে মেলায়। তবে সাপ্তাহিক ছুটি দুই দিনের পর হওয়ায় এবং রাজধানীর সায়েন্স ল্যাবে ছাত্রদের সংঘর্ষ, সচিবালয়ের সামনে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মেলায় পাঠকসমাগম ছিল কম।
ভাষাচিত্র মেলায় নিয়ে এসেছে মহাভারতকে উপজীব্য করে উপন্যাস ‘মহাভারতে মহারণ্যে’। যুগে যুগে নারী তার সম্মানের মূল্যে পুরুষের জয়ের পথ রচনা করেছেন। বনানী রায়ের এই উপন্যাসের উপজীব্য সেটাই।
স্টুডেন্ট ওয়েজ বের করেছে মারুফ রেহমানের ‘বিষকন্যা’, সাদিয়া ইসলাম ভন্টির ‘চারুলতার পূর্ণজন্ম’। বিক্রয়কর্মী জাহিদুল ইসলাম বলেন, পাঠক উপন্যাস কিনছেন। তবে পুরোনো বিখ্যাত লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে।
অবসর প্রকাশনী বের করেছে বেশ কিছু থ্রিলার উপন্যাস। আছে বিদেশি উপন্যাসের অনুবাদও। তরুণ লেখক সোহেল মাহমুদের ‘অ-শরীরী’ বইটি ভালো চলছে বলে জানালেন বিক্রয়কর্মীরা।
অবসরের ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, উপন্যাসের চাহিদা আছে। তবে বিদেশি সাইফাই, থ্রিলারের চাহিদা বেশি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চিরায়ত সাহিত্য নিয়ে এসেছি।
অন্যধারার সামনে লেখক সাদাত হোসাইনের বিশাল ছবি টাঙানো। সেখানে বেশ ভিড়। পাঠক বই কিনে তাঁর কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছেন। ভিড়ের কারণে কথা বলার ফুরসত মেলা ভার।
অন্যধারার এক বিক্রয়কর্মী জানালেন, সাদাত হোসাইনের ‘তুমি সন্ধ্যা অলকানন্দা’ এবং ইলমা বেহরোজের ‘আমি পদ্মজা’ বেশি চলছে। প্রতিদিনই ৫০ কপির বেশি বিক্রি হচ্ছে।
অন্যপ্রকাশ প্যাভিলিয়নে হুমায়ূন আহমেদের বই ঘিরে ভিড় লেগেই আছে। প্রয়াত এই কথাসাহিত্যিক মেলায় এখনো জীবন্ত নিজ পরিচয়ে। হুমায়ূন আহমেদের ‘শুভ্র’ কিনেছেন ফারহানা জারা। তিনি বললেন, ‘হুমায়ূন স্যার এখনো জীবিত তাঁর বই দিয়ে। স্যার চলে গেলেও আমরা তাঁকে ভুলিনি। প্রতি মেলায় তাঁর বই কিনতেই হবে।’
বিক্রয়কর্মী ঊর্মি বলেন, বিক্রির দিক থেকে হুমায়ূন প্রথম। আর তরুণদের মধ্যে সাদাত হোসাইন, মৌরি মরিয়ম ভালো চলছে।
শব্দশৈলীতে চিরায়ত সাহিত্য চলছে বেশি। তাদের নতুন উপন্যাস সামশাদ সুলতানা খানমের ‘বাঘবিধবা’। তবে চিরায়ত সাহিত্যও তারা এনেছে। বিক্রয়কর্মী আবু সুফিয়ান বলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু হোটেল’ চলছে বেশি।
এ ছাড়া কথাপ্রকাশ থেকে বের হয়েছে হরিশংকর জলদাসের পুরাণভিত্তিক উপন্যাস ‘শূর্পণখা’, আগামী প্রকাশনী থেকে হাসনাত আবদুল হাইয়ের ‘জুলাই ক্যালাইডোস্কোপ’।
বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়সহ চিরায়ত সাহিত্যের বই তারা নিয়ে এসেছে।
বাংলা একাডেমি জানিয়েছে, এ পর্যন্ত উপন্যাস এসেছে ২৫টি।
নতুন বইয়ের খোঁজে
‘রূপ-নারানের কূলে’ নামে আহমাদ মোস্তফা কামালের গল্পের বই বের করেছে কথাপ্রকাশ। বইয়ের ফ্ল্যাপ থেকে জানা গেল, হয়তো প্রকৃতির একটা বন্ধ দরজা আছে, আছে আড়াল। আমরা যেটুকু দেখি, সেটুকুই সব নয়; বরং সামান্যই। যা কিছু প্রকাশিত, তা-ও সব নয়, আছে আরও অপ্রকাশিত বহু কিছু। প্রকৃতি সেই দরজা সবার জন্য খোলে না, খোলে অল্প কিছু নির্বাচিত মানুষের জন্য, অনেক দুর্ভোগ আর অকথ্য যন্ত্রণার অসহনীয় ভার বয়ে যাওয়ার বিনিময়ে।
ঐতিহ্য থেকে বেরিয়েছে মহিউদ্দিন মোহাম্মদের অনুবাদ ও ভূমিকায় অনুবাদের বই ‘গাজা উপত্যকার গল্প’। ফিলিস্তিন লেখক আতেফ আবু সাইফ, গরিব আসকালানি, নাইরুঝ কারমুত, মোনা আবু শারেখ, আসমা আল-গুল, গাসসান কানাফানির গল্প এই বইয়ে রয়েছে। বইটিতে ফিলিস্তিনের মানুষের সংগ্রামী জীবন তুলে ধরা হয়েছে।
বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই এসেছে ৯৭টি।
আয়োজন
গতকাল মূলমঞ্চে বিকেল চারটায় অনুষ্ঠিত হয় ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন চঞ্চল আশরাফ। আলোচনায় অংশ নেন আসিফ হায়দার এবং শাওন্তী হায়দার। সভাপতিত্ব করেন আতাহার খান।
চঞ্চল আশরাফ বলেন, কবি হিসেবে মাকিদ হায়দারের আত্মপ্রকাশ গত শতাব্দীর ষাটের দশকে। তাঁর নিকট-অতীত ও সমকালীন কবিদের রচনায় রোমান্টিক আবেগ প্রকাশের যে ধারা গড়ে উঠেছিল, তার অনুগামী না হয়ে নিজস্ব পৃথক একটি ধারা গড়ে তোলার চেষ্টায় তিনি ব্যাপৃত থেকেছেন। তিনি এমন এক বর্ণনারীতির চর্চা করেছেন, যা ষাটের দশকের কবিতায় খুব কম দেখা যায়।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন আবু সাঈদ খান এবং পাভেল পার্থ। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সাহেদ মন্তাজ, শাহ কামাল সবুজ ও আফরোজা পারভীন। গতকাল ছিল ফয়জুল আলম পাপ্পুর পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’ এবং ঢালী মোহাম্মদ দেলোয়ারের পরিচালনায় নৃত্যসংগঠন ‘বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা)’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সুমন মজুমদার, শারমিন সাথী ইসলাম, সুনীল সূত্রধর, ড. পরিতোষ মণ্ডল, ফারহানা আক্তার শার্লি ও শাহনাজ নাসরীন ইলা।
অমর একুশে বইমেলার দশম দিনে আজ মেলা শুরু হবে বেলা তিনটায় এবং চলবে রাত নয়টা পর্যন্ত। বিকেল চারটায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: মনিরুজ্জামান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশ নেবেন সালমা নাসরীন ও মামুন অর রশীদ। সভাপতিত্ব করবেন অধ্যাপক মনসুর মুসা।
বইমেলায় অন্যধারা প্যাভিলিয়নের পাশে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন তরুণ। তাঁদের হাতে ক্ল্যাসিক সাহিত্যের কিছু বই। একজন আরেকজনকে অভিযোগের সুরে বলছিলেন, আগের বইগুলোর মলাট যতটা সুন্দর ছিল, এখনকার বইগুলোর অতটা ভালো লাগে না। তাঁর কথায় সায় দিলেন অন্যরাও।
এই তরুণদের একজন মাহিন আকরাম আজকের পত্রিকাকে বললেন, ‘বইয়ের মলাট পাঠক আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ। এখনকার বইগুলোর মলাটে কী যেন নেই! ঠিক বোঝাতে পারব না। তবে এটুকু বলতে পারি, মলাটে বইয়ের গভীরতা প্রকাশ পায়।’ মাহিন কিনেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’।
বইমেলার নবম দিন ছিল গতকাল রোববার। স্টলে স্টলে সাজানো নতুন বই। বিভিন্ন বইয়ের মাঝে আছে উপন্যাসও। স্টলগুলো ঘুরে দেখা গেল, পাঠকের চাহিদা আছে উপন্যাসে। নবীন লেখকদের পাশাপাশি ধ্রুপদি কথাসাহিত্যিকদের কদরও আছে মেলায়। তবে সাপ্তাহিক ছুটি দুই দিনের পর হওয়ায় এবং রাজধানীর সায়েন্স ল্যাবে ছাত্রদের সংঘর্ষ, সচিবালয়ের সামনে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মেলায় পাঠকসমাগম ছিল কম।
ভাষাচিত্র মেলায় নিয়ে এসেছে মহাভারতকে উপজীব্য করে উপন্যাস ‘মহাভারতে মহারণ্যে’। যুগে যুগে নারী তার সম্মানের মূল্যে পুরুষের জয়ের পথ রচনা করেছেন। বনানী রায়ের এই উপন্যাসের উপজীব্য সেটাই।
স্টুডেন্ট ওয়েজ বের করেছে মারুফ রেহমানের ‘বিষকন্যা’, সাদিয়া ইসলাম ভন্টির ‘চারুলতার পূর্ণজন্ম’। বিক্রয়কর্মী জাহিদুল ইসলাম বলেন, পাঠক উপন্যাস কিনছেন। তবে পুরোনো বিখ্যাত লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে।
অবসর প্রকাশনী বের করেছে বেশ কিছু থ্রিলার উপন্যাস। আছে বিদেশি উপন্যাসের অনুবাদও। তরুণ লেখক সোহেল মাহমুদের ‘অ-শরীরী’ বইটি ভালো চলছে বলে জানালেন বিক্রয়কর্মীরা।
অবসরের ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, উপন্যাসের চাহিদা আছে। তবে বিদেশি সাইফাই, থ্রিলারের চাহিদা বেশি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চিরায়ত সাহিত্য নিয়ে এসেছি।
অন্যধারার সামনে লেখক সাদাত হোসাইনের বিশাল ছবি টাঙানো। সেখানে বেশ ভিড়। পাঠক বই কিনে তাঁর কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছেন। ভিড়ের কারণে কথা বলার ফুরসত মেলা ভার।
অন্যধারার এক বিক্রয়কর্মী জানালেন, সাদাত হোসাইনের ‘তুমি সন্ধ্যা অলকানন্দা’ এবং ইলমা বেহরোজের ‘আমি পদ্মজা’ বেশি চলছে। প্রতিদিনই ৫০ কপির বেশি বিক্রি হচ্ছে।
অন্যপ্রকাশ প্যাভিলিয়নে হুমায়ূন আহমেদের বই ঘিরে ভিড় লেগেই আছে। প্রয়াত এই কথাসাহিত্যিক মেলায় এখনো জীবন্ত নিজ পরিচয়ে। হুমায়ূন আহমেদের ‘শুভ্র’ কিনেছেন ফারহানা জারা। তিনি বললেন, ‘হুমায়ূন স্যার এখনো জীবিত তাঁর বই দিয়ে। স্যার চলে গেলেও আমরা তাঁকে ভুলিনি। প্রতি মেলায় তাঁর বই কিনতেই হবে।’
বিক্রয়কর্মী ঊর্মি বলেন, বিক্রির দিক থেকে হুমায়ূন প্রথম। আর তরুণদের মধ্যে সাদাত হোসাইন, মৌরি মরিয়ম ভালো চলছে।
শব্দশৈলীতে চিরায়ত সাহিত্য চলছে বেশি। তাদের নতুন উপন্যাস সামশাদ সুলতানা খানমের ‘বাঘবিধবা’। তবে চিরায়ত সাহিত্যও তারা এনেছে। বিক্রয়কর্মী আবু সুফিয়ান বলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু হোটেল’ চলছে বেশি।
এ ছাড়া কথাপ্রকাশ থেকে বের হয়েছে হরিশংকর জলদাসের পুরাণভিত্তিক উপন্যাস ‘শূর্পণখা’, আগামী প্রকাশনী থেকে হাসনাত আবদুল হাইয়ের ‘জুলাই ক্যালাইডোস্কোপ’।
বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়সহ চিরায়ত সাহিত্যের বই তারা নিয়ে এসেছে।
বাংলা একাডেমি জানিয়েছে, এ পর্যন্ত উপন্যাস এসেছে ২৫টি।
নতুন বইয়ের খোঁজে
‘রূপ-নারানের কূলে’ নামে আহমাদ মোস্তফা কামালের গল্পের বই বের করেছে কথাপ্রকাশ। বইয়ের ফ্ল্যাপ থেকে জানা গেল, হয়তো প্রকৃতির একটা বন্ধ দরজা আছে, আছে আড়াল। আমরা যেটুকু দেখি, সেটুকুই সব নয়; বরং সামান্যই। যা কিছু প্রকাশিত, তা-ও সব নয়, আছে আরও অপ্রকাশিত বহু কিছু। প্রকৃতি সেই দরজা সবার জন্য খোলে না, খোলে অল্প কিছু নির্বাচিত মানুষের জন্য, অনেক দুর্ভোগ আর অকথ্য যন্ত্রণার অসহনীয় ভার বয়ে যাওয়ার বিনিময়ে।
ঐতিহ্য থেকে বেরিয়েছে মহিউদ্দিন মোহাম্মদের অনুবাদ ও ভূমিকায় অনুবাদের বই ‘গাজা উপত্যকার গল্প’। ফিলিস্তিন লেখক আতেফ আবু সাইফ, গরিব আসকালানি, নাইরুঝ কারমুত, মোনা আবু শারেখ, আসমা আল-গুল, গাসসান কানাফানির গল্প এই বইয়ে রয়েছে। বইটিতে ফিলিস্তিনের মানুষের সংগ্রামী জীবন তুলে ধরা হয়েছে।
বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই এসেছে ৯৭টি।
আয়োজন
গতকাল মূলমঞ্চে বিকেল চারটায় অনুষ্ঠিত হয় ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন চঞ্চল আশরাফ। আলোচনায় অংশ নেন আসিফ হায়দার এবং শাওন্তী হায়দার। সভাপতিত্ব করেন আতাহার খান।
চঞ্চল আশরাফ বলেন, কবি হিসেবে মাকিদ হায়দারের আত্মপ্রকাশ গত শতাব্দীর ষাটের দশকে। তাঁর নিকট-অতীত ও সমকালীন কবিদের রচনায় রোমান্টিক আবেগ প্রকাশের যে ধারা গড়ে উঠেছিল, তার অনুগামী না হয়ে নিজস্ব পৃথক একটি ধারা গড়ে তোলার চেষ্টায় তিনি ব্যাপৃত থেকেছেন। তিনি এমন এক বর্ণনারীতির চর্চা করেছেন, যা ষাটের দশকের কবিতায় খুব কম দেখা যায়।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন আবু সাঈদ খান এবং পাভেল পার্থ। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সাহেদ মন্তাজ, শাহ কামাল সবুজ ও আফরোজা পারভীন। গতকাল ছিল ফয়জুল আলম পাপ্পুর পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’ এবং ঢালী মোহাম্মদ দেলোয়ারের পরিচালনায় নৃত্যসংগঠন ‘বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা)’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সুমন মজুমদার, শারমিন সাথী ইসলাম, সুনীল সূত্রধর, ড. পরিতোষ মণ্ডল, ফারহানা আক্তার শার্লি ও শাহনাজ নাসরীন ইলা।
অমর একুশে বইমেলার দশম দিনে আজ মেলা শুরু হবে বেলা তিনটায় এবং চলবে রাত নয়টা পর্যন্ত। বিকেল চারটায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: মনিরুজ্জামান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশ নেবেন সালমা নাসরীন ও মামুন অর রশীদ। সভাপতিত্ব করবেন অধ্যাপক মনসুর মুসা।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
১ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
২ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
২ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে