Ajker Patrika

‘লাখ টাকার আশায় ছিনতাইয়ে গিয়ে জোড়া খুন, পেলেন ৬০০ টাকা’

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৬: ২৬
‘লাখ টাকার আশায় ছিনতাইয়ে গিয়ে জোড়া খুন, পেলেন ৬০০ টাকা’

টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী ও এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ঢাকা ও টাঙ্গাইলে পৃথক অভিযানে গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অনলাইন মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার দুজনের মধ্যে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোস্তফা কামালকে (২৩) ঢাকার মোহাম্মদপুর থেকে ও তাঁর সহযোগী আলামিনকে (২৪) টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা সখীপুর উপজেলার বাঘেরবাড়ী পূর্বপাড়া এলাকার মুহাম্মদ আলীর ছেলে এবং আলামিন একই এলাকার নূরুল ইসলামের ছেলে। 

আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ১৯ জুলাই দিবাগত রাতে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ী বাংলাবাজার এলাকায় স্থানীয় আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে কৃষক মজনু মিয়াকে (৫০) হত্যা করে সড়কে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নিহত শাহজালালের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। 

 গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, মোস্তফা পেশায় একজন রাজমিস্ত্রি। স্থানীয় সমিতি থেকে বেশ কিছু টাকা ঋণ নিয়েছেন। সম্প্রতি ওই সমিতি থেকে ঋণ পরিশোধের জন্য ব্যাপকভাবে চাপ দেওয়া হচ্ছিল। সেই ঋণের টাকা পরিশোধ করতেই তিনি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। এই পরিকল্পনায় তাঁর সঙ্গে যোগ দেন সহযোগী আলামিন। ঘটনার রাতে পথের নির্জন স্থানে দুজনে ওত পেতে ছিলেন। ব্যবসায়ী শাহজালাল ও তাঁর চাচা মজনু মিয়া মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রড দিয়ে প্রথমে মোস্তফা শাহজালালকে আঘাত করেন। এতে শাহজালাল ও তাঁর পেছনের আরোহী মজনু মিয়া পড়ে গেলে মোস্তফার সহযোগী আলামিন দেশীয় অস্ত্র দিয়ে মজনু মিয়ার ওপর হামলা চালায়। 

র‍্যাব আরও জানায়, ঘটনার পর লাখ টাকা প্রাপ্তির প্রত্যাশা থাকলেও মোস্তফা ও আলামিন পান মাত্র ৬০০ টাকা। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও মিডিয়ায় ব্যাপক প্রচারের ফলে ভয় পেয়ে মোস্তফা ও আলামিন আত্মগোপনে চলে যান। মোস্তফাকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের কাছাকাছি একটি ডোবা থেকে নিহত ব্যবসায়ী শাহজালালের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত