মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকালে ধলেশ্বরী নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোরে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে বাবাও নদীতে নিখোঁজ হন।
মারা যাওয়া দুজন হলেন সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তাঁর মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী, তাঁর মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের উদ্ধার অভিযান আজ সকাল পর্যন্ত স্থগিত করা হয়। ঢাকা থেকে আরেকটি ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কথা ছিল। এর আগেই আজ সকাল ৯টার দিকে খবর আসে যে নিখোঁজ বাবা-মেয়ের লাশ নদীতে ভেসে উঠেছে। পরে তাদের উদ্ধার করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে মানিকগঞ্জের আরিচা নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি উদ্ধারকারী দল বাবা-মেয়ের লাশ খুঁজে পেতে ব্যর্থ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাহিরচর খেয়াঘাট এলাকায় মেয়ে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর রহমান। একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢুকে রাফা পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।
মানিকগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকালে ধলেশ্বরী নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোরে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে বাবাও নদীতে নিখোঁজ হন।
মারা যাওয়া দুজন হলেন সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তাঁর মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী, তাঁর মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের উদ্ধার অভিযান আজ সকাল পর্যন্ত স্থগিত করা হয়। ঢাকা থেকে আরেকটি ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কথা ছিল। এর আগেই আজ সকাল ৯টার দিকে খবর আসে যে নিখোঁজ বাবা-মেয়ের লাশ নদীতে ভেসে উঠেছে। পরে তাদের উদ্ধার করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে মানিকগঞ্জের আরিচা নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি উদ্ধারকারী দল বাবা-মেয়ের লাশ খুঁজে পেতে ব্যর্থ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাহিরচর খেয়াঘাট এলাকায় মেয়ে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর রহমান। একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢুকে রাফা পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
২৩ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
২৪ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৭ মিনিট আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে