Ajker Patrika

আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি বাতিলের দাবি

অনলাইন ডেস্ক
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জাতীয় বিদ্যুৎ, জ্বালানি এবং পল্লী বিদ্যুতের বিদ্যমান সংকট ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা করে সার্বভৌমত্ব আন্দোলন। ছবি: আজকের পত্রিকা
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জাতীয় বিদ্যুৎ, জ্বালানি এবং পল্লী বিদ্যুতের বিদ্যমান সংকট ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা করে সার্বভৌমত্ব আন্দোলন। ছবি: আজকের পত্রিকা

ভারতের শিল্প-বাণিজ্যগোষ্ঠী আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিকে ‘দেশের স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিল করার দাবি জানিয়েছে সার্বভৌমত্ব আন্দোলন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জাতীয় বিদ্যুৎ, জ্বালানি এবং পল্লী বিদ্যুতের বিদ্যমান সংকট ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানান সংগঠনটির নেতারা।

সভায় সার্বভৌমত্ব আন্দোলনের উপদেষ্টা ফজলুস সাত্তার বলেন, ‘প্রতিটি দেশের উন্নয়নের স্তম্ভ হলো জ্বালানি নিরাপত্তা। দেশের শিল্প, বাণিজ্য, পরিবহন, কৃষি—প্রতিটি খাতই জ্বালানির ওপর নির্ভরশীল। ২০০৯ সাল থেকে বিদ্যুৎ উৎপাদনের নামে সক্ষমতা বৃদ্ধির পরিবর্তে মূলত লুটপাটকে প্রাধান্য দেওয়া হয়েছে ৷’

ফজলুস সাত্তার অভিযোগ করে আরও বলেন, আদানির কাছ থেকে বাংলাদেশের বাজারদরের পাঁচ গুণ বেশি দামে বিদ্যুৎ কেনা হয়েছে। চুক্তিতে বলা হয়েছে বিদ্যুৎ উৎপাদন না হলেও ২৫ বছর ধরে প্রতিবছর ৪৫ কোটি ডলার ক্যাপাসিটি চার্জ ও মেইনটেন্যান্স বাবদ দিতে হবে। কাজেই দেশের কল্যাণে এমন স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে।

ডুয়েটের সাবেক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) মধ্যে সম্পর্ক বৈষম্যমূলক, যা জনস্বার্থবিরোধী। এতে ১৪ কোটি মানুষ যথাযথ সেবা থেকে বঞ্চিত এবং কৃষি ও শিল্প বাধাগ্রস্ত। এ কারণে জনমনে ক্ষোভ বাড়ছে। তিনি বিআরইবি বিলুপ্ত করে পিবিএসকে সরাসরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দেন।

সংগঠনের অন্যতম নেতা ফুয়াদ সাকি পল্লী বিদ্যুতের অস্থায়ী ১৭ হাজার মিটার রিডারকে স্থায়ী করার দাবি করেন। আন্দোলনের সময় ‘ষড়যন্ত্রের মাধ্যমে’ গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দিয়ে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। পল্লী বিদ্যুতের চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি জানান আরও কয়েকজন আলোচক।

সার্বভৌমত্ব আন্দোলনের সহসংগঠক তানজিনা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খান সোয়েব আমান, শামীম রেজা, ফরিদ আহম্মেদ প্রমুখ। তাঁদের বক্তব্যেও বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অতীতের লুটপাটের বিবরণ উঠে আসে। তাঁরা এসব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিদ্যুৎ খাতে আমদানি-নির্ভরতা কমিয়ে আনার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত