কিশোরগঞ্জ প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তিরা বিদেশি দোসরদের নিয়ে ক্রমাগত ষড়যন্ত্র করে চলছে। দেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধু, সে জন্য তাঁকে নিঃশেষ করেছে। এখন দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা তাদের সহ্য হচ্ছে না।’
আজ সোমবার শহরের পুরোনো স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজমুল হাসান পাপন বলেন, ‘মহান নেতা বঙ্গবন্ধুর নামে আজকের এই টুর্নামেন্ট। আশা করছি, এই টুর্নামেন্ট থেকে উঠে আসবে উদীয়মান ও প্রতিভাবান ফুটবলার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফুটবল খেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ৪৯১টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে।’
ক্রীড়া মন্ত্রী বলেন, ‘তরুণেরাই দেশের মূল চাবিকাঠি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ব। তখন অনেকেই বলেছিল, এটা আবার কি জিনিস? ডিজিটাল বাংলাদেশ কি বোঝেন না এখন? একদিনের জন্য যদি মোবাইল সার্ভিস বা ইন্টারনেট বন্ধ হয়, তাহলে সারা দেশের মানুষ পাগল হয়ে যাবে। এইটা হলো ডিজিটাল বাংলাদেশ।’
নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পদ্মা সেতু আমরা নিজ অর্থায়নে করব। মানুষ বলেছে পাগল। এটা জীবনেও করা সম্ভব না। প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। এখন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়বেন। আর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ‘ফুটবলে আমরা পিছিয়ে আছি। ফুটবল না শুধু আগামী চার বছরের মধ্যে অন্যান্য খেলাধুলায়ও এগিয়ে যাব। এই প্রথমবারের মতো আমরা আন্তর্জাতিক ক্রিকেটে সুপার এইটে উঠলাম। এর আগে তো আমরা পারি নাই। আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না। লড়াই করে জিতব আমরা। এটা সম্ভব শুধুমাত্র নতুন প্রজন্মের মাধ্যমে।’
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন–সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।
বক্তব্য দেন–ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম-সচিব) আ. ন. ম তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া প্রমুখ।
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তিরা বিদেশি দোসরদের নিয়ে ক্রমাগত ষড়যন্ত্র করে চলছে। দেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধু, সে জন্য তাঁকে নিঃশেষ করেছে। এখন দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা তাদের সহ্য হচ্ছে না।’
আজ সোমবার শহরের পুরোনো স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজমুল হাসান পাপন বলেন, ‘মহান নেতা বঙ্গবন্ধুর নামে আজকের এই টুর্নামেন্ট। আশা করছি, এই টুর্নামেন্ট থেকে উঠে আসবে উদীয়মান ও প্রতিভাবান ফুটবলার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফুটবল খেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ৪৯১টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে।’
ক্রীড়া মন্ত্রী বলেন, ‘তরুণেরাই দেশের মূল চাবিকাঠি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ব। তখন অনেকেই বলেছিল, এটা আবার কি জিনিস? ডিজিটাল বাংলাদেশ কি বোঝেন না এখন? একদিনের জন্য যদি মোবাইল সার্ভিস বা ইন্টারনেট বন্ধ হয়, তাহলে সারা দেশের মানুষ পাগল হয়ে যাবে। এইটা হলো ডিজিটাল বাংলাদেশ।’
নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পদ্মা সেতু আমরা নিজ অর্থায়নে করব। মানুষ বলেছে পাগল। এটা জীবনেও করা সম্ভব না। প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। এখন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়বেন। আর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ‘ফুটবলে আমরা পিছিয়ে আছি। ফুটবল না শুধু আগামী চার বছরের মধ্যে অন্যান্য খেলাধুলায়ও এগিয়ে যাব। এই প্রথমবারের মতো আমরা আন্তর্জাতিক ক্রিকেটে সুপার এইটে উঠলাম। এর আগে তো আমরা পারি নাই। আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না। লড়াই করে জিতব আমরা। এটা সম্ভব শুধুমাত্র নতুন প্রজন্মের মাধ্যমে।’
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন–সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।
বক্তব্য দেন–ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম-সচিব) আ. ন. ম তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া প্রমুখ।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
১২ মিনিট আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
১ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
১ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে