Ajker Patrika

দেশ থেকে সংখ্যালঘু শব্দটাই তুলে দেওয়া উচিত: ধর্ম প্রতিমন্ত্রী 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩৮
দেশ থেকে সংখ্যালঘু শব্দটাই তুলে দেওয়া উচিত: ধর্ম প্রতিমন্ত্রী 

দেশ থেকে সংখ্যালঘু শব্দটাই তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী একটি চক্র এ দেশে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু তারা সফল হয় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন, তাতে আমার তো মনে হয়, এ দেশ থেকে সংখ্যালঘু শব্দটাই তুলে দেওয়া উচিত।’ 

আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। 

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান, জেলা সদর ও সরাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত