Ajker Patrika

প্রধানমন্ত্রীর নির্দেশেই সিআরবিতে হাসপাতাল হচ্ছে না: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৫: ৪৫
প্রধানমন্ত্রীর নির্দেশেই সিআরবিতে হাসপাতাল হচ্ছে না: রেলমন্ত্রী

চট্টগ্রাম নগরীর সিআরবিতে হাসপাতাল না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ রোববার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেছেন, ‘চট্টগ্রামের সকল পর্যায়ের নেতা ও মানুষ যেহেতু চায় না, তাই প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল না করতে নির্দেশ দিয়েছেন। রেলের অন্য জায়গায় হাসপাতালটি নির্মিত হবে।’

মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমরা এমন কোনো প্রকল্প চাই না, যেটি জনগণের বিপক্ষে যায়। প্রথম দিকে সিআরবিতে বিশেষ হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত নিলেও সম্প্রতি প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল না করতে বলেছেন। সুতরাং সিআরবিতে হাসপাতাল হবে না। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি আগামী বছরের জুনে কক্সবাজারে ট্রেন চালানো যাবে।’

জনসভায় বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ‘নতুন কালুরঘাট সেতু তৈরি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। নতুন কালুরঘাট সেতুর নাম হবে শেখ কামাল কালুরঘাট সেতু।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত