নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আসামিকে হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে থেকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শককে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি। অন্যদিকে তদন্ত প্রতিবেদনের বিরোধিতা করে আদালতে নারাজি দেওয়ার কথা জানিয়েছেন মামলার বাদী।
আজ সোমবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এবং সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের পুলিশ সুপার (এসপি) শাহনেওয়াজ খালেদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগী মায়ের ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হন মোহাম্মদ মোস্তাকিম প্রকাশ মুন্তাকিম। এরপর পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার ও এসআই আবদুল আজিজকে আসামিকে করে গত ২০ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে আদালত সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
মামলার পর থেকে ওসি নাজিম এবং মামলার আরেক আসামি উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ এই পর্যন্ত ৮০ দিন কর্মস্থলে অনুপস্থিত। আলোচিত মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত বৃহস্পতিবার (১১ মে) আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এতে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি (তথ্যগত ভুল) বলে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ বলেন, ‘সার্বিক সাক্ষ্যপ্রমাণে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ জন্য তথ্যগত ভুল মর্মে চূড়ান্ত প্রতিবেদন আদালতের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়েছে।’
এই বিষয়ে মামলার বাদী মোহাম্মদ মোস্তাকিম প্রকাশ মুন্তাকিম বলেন, ‘মামলায় প্রতিবেদন দেওয়ার আগে তদন্তের ফলাফল বাদীকে জানানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে আমি জানতেই পারলাম না। এই তদন্ত প্রতিবেদনের বিরোধিতা করে আমি আদালতে নারাজি দেব।’
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গেলে পুলিশ টেনে হিঁচড়ে মুস্তাকিমকে ধরে নিয়ে যায়। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার পর রিমান্ডও চেয়ে বসে পুলিশ। আদালত পরে এই রিমান্ড আবেদন ফিরিয়ে দেন। পরে গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান তিনি। মামলার এজাহারে মোস্তাকিম জানিয়েছিলেন, ঘটনার দিন থানায় নিয়ে যাওয়ার পর মুস্তাকিমকে লাঠি দিয়ে পেটানো হয় ওসির নির্দেশে। একটি নির্জন কক্ষে তাঁকে আটকে রেখে ওসির নির্দেশে আব্দুল মজিদ মারধর করেন। ওই সময় তাঁকে বলা হয় ‘ওসি স্যারের সঙ্গে আর বেয়াদবি করবি! তোরে রিমান্ডে এনে আরও পেটাতে হবে। তারপর বুঝবি পুলিশ কি জিনিস।’
আরও পড়ুন:
চট্টগ্রামে আসামিকে হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে থেকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শককে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি। অন্যদিকে তদন্ত প্রতিবেদনের বিরোধিতা করে আদালতে নারাজি দেওয়ার কথা জানিয়েছেন মামলার বাদী।
আজ সোমবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এবং সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের পুলিশ সুপার (এসপি) শাহনেওয়াজ খালেদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগী মায়ের ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হন মোহাম্মদ মোস্তাকিম প্রকাশ মুন্তাকিম। এরপর পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার ও এসআই আবদুল আজিজকে আসামিকে করে গত ২০ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে আদালত সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
মামলার পর থেকে ওসি নাজিম এবং মামলার আরেক আসামি উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ এই পর্যন্ত ৮০ দিন কর্মস্থলে অনুপস্থিত। আলোচিত মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত বৃহস্পতিবার (১১ মে) আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এতে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি (তথ্যগত ভুল) বলে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ বলেন, ‘সার্বিক সাক্ষ্যপ্রমাণে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ জন্য তথ্যগত ভুল মর্মে চূড়ান্ত প্রতিবেদন আদালতের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়েছে।’
এই বিষয়ে মামলার বাদী মোহাম্মদ মোস্তাকিম প্রকাশ মুন্তাকিম বলেন, ‘মামলায় প্রতিবেদন দেওয়ার আগে তদন্তের ফলাফল বাদীকে জানানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে আমি জানতেই পারলাম না। এই তদন্ত প্রতিবেদনের বিরোধিতা করে আমি আদালতে নারাজি দেব।’
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গেলে পুলিশ টেনে হিঁচড়ে মুস্তাকিমকে ধরে নিয়ে যায়। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার পর রিমান্ডও চেয়ে বসে পুলিশ। আদালত পরে এই রিমান্ড আবেদন ফিরিয়ে দেন। পরে গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান তিনি। মামলার এজাহারে মোস্তাকিম জানিয়েছিলেন, ঘটনার দিন থানায় নিয়ে যাওয়ার পর মুস্তাকিমকে লাঠি দিয়ে পেটানো হয় ওসির নির্দেশে। একটি নির্জন কক্ষে তাঁকে আটকে রেখে ওসির নির্দেশে আব্দুল মজিদ মারধর করেন। ওই সময় তাঁকে বলা হয় ‘ওসি স্যারের সঙ্গে আর বেয়াদবি করবি! তোরে রিমান্ডে এনে আরও পেটাতে হবে। তারপর বুঝবি পুলিশ কি জিনিস।’
আরও পড়ুন:
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২২ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৩ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩৯ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে