নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক পরিবারের ফ্ল্যাট দখলচেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে হালিশহর এলাকার ‘ভিষণ ইউনিটি টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে হামলার এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৫ মে) হালিশহর থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন একটির ফ্ল্যাটের মালিক জয়াশীষ বড়ুয়া। এতে দিদারুল আলম, হানিফ আলম, বাহার উদ্দিন, আশরাফ, সেলিম ফারুকী ও আলম নামের ছয়জনকে আসামি করা হয়েছে।
জয়াশীষ বড়ুয়া মামলার এজাহারে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তাঁর কাছে চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মসজিদের জায়গা দাবি করে ‘ভিষণ ইউনিটি টাওয়ারে’ থাকা তাঁর ফ্ল্যাট দখলের চেষ্টা করে। একপর্যায়ে গতকাল দুপুরে ২০-৩০ জনের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে ভবনের কয়েকটি ফ্ল্যাটে হামলা চালায় এবং ভাঙচুর করে। তাদের বিরুদ্ধে ২০২৪ সালেও চাঁদাবাজির মামলা হয়েছে।
ওই ভবনের তৃতীয় তলায় বসবাসরত ত্রিদিব বড়ুয়া বলেন, ‘গতকাল দুপুরে একদল সন্ত্রাসী এসে আচমকা আমাদের বাসায় হামলা ও ভাঙচুর চালায়। এতে ভবনের ফ্ল্যাটে থাকা নারী-শিশুরা চরম আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় তারা ভবনের সিসি ক্যামেরা ও স্টোররুমে রাখা মালামাল নিয়ে যায়। বর্তমানে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।’ ত্রিদিব বড়ুয়া জানান, গত বছরের ২২ ফেব্রুয়ারি এসব চাঁদাবাজ থেকে রক্ষা পেতে সিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। সংখ্যালঘু হোক বা যে-ই হোক, আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত দিদারুল আলম বলেন, ‘আমরা মসজিদের জায়গা উদ্ধার করতে গিয়েছিলাম।’ জোর করে উদ্ধার করা যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সিডিএ কাজ বন্ধ করছে না বিধায় আমরা নিজেরা কাজ বন্ধ করতেছি।’
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক পরিবারের ফ্ল্যাট দখলচেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে হালিশহর এলাকার ‘ভিষণ ইউনিটি টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে হামলার এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৫ মে) হালিশহর থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন একটির ফ্ল্যাটের মালিক জয়াশীষ বড়ুয়া। এতে দিদারুল আলম, হানিফ আলম, বাহার উদ্দিন, আশরাফ, সেলিম ফারুকী ও আলম নামের ছয়জনকে আসামি করা হয়েছে।
জয়াশীষ বড়ুয়া মামলার এজাহারে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তাঁর কাছে চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মসজিদের জায়গা দাবি করে ‘ভিষণ ইউনিটি টাওয়ারে’ থাকা তাঁর ফ্ল্যাট দখলের চেষ্টা করে। একপর্যায়ে গতকাল দুপুরে ২০-৩০ জনের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে ভবনের কয়েকটি ফ্ল্যাটে হামলা চালায় এবং ভাঙচুর করে। তাদের বিরুদ্ধে ২০২৪ সালেও চাঁদাবাজির মামলা হয়েছে।
ওই ভবনের তৃতীয় তলায় বসবাসরত ত্রিদিব বড়ুয়া বলেন, ‘গতকাল দুপুরে একদল সন্ত্রাসী এসে আচমকা আমাদের বাসায় হামলা ও ভাঙচুর চালায়। এতে ভবনের ফ্ল্যাটে থাকা নারী-শিশুরা চরম আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় তারা ভবনের সিসি ক্যামেরা ও স্টোররুমে রাখা মালামাল নিয়ে যায়। বর্তমানে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।’ ত্রিদিব বড়ুয়া জানান, গত বছরের ২২ ফেব্রুয়ারি এসব চাঁদাবাজ থেকে রক্ষা পেতে সিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। সংখ্যালঘু হোক বা যে-ই হোক, আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত দিদারুল আলম বলেন, ‘আমরা মসজিদের জায়গা উদ্ধার করতে গিয়েছিলাম।’ জোর করে উদ্ধার করা যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সিডিএ কাজ বন্ধ করছে না বিধায় আমরা নিজেরা কাজ বন্ধ করতেছি।’
বৃষ্টি হলেই সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি ওঠে। এতে জলজটে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রতিবছরই শতকোটি টাকার বাজেট নিয়ে বিভিন্ন খাল উদ্ধার, খনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করে সিলেট সিটি করপোরেশন...
৬ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতের একটি পলিথিন কারখানায় সারা দিন পলিথিন তৈরির পর রাতের আঁধারে বস্তায় ভরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নিয়ে বিক্রি করা হতো। একবার সিলগালার পরও গোপনে পলিথিন তৈরি করা হতো। ফের সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআগামীকাল শুক্রবার বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাত ১২টায় নতুন কর্মসূচি ঘোষণার সময় এ কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
২ ঘণ্টা আগেএখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।
২ ঘণ্টা আগে