লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দলের নেতা সাইজ উদ্দিন নিহতের ঘটনার তিন দিন পর হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় দলের ১৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
থানা সূত্রে জানা গেছে, মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৬০ জনকে আসামি করা হয়। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে সংঘর্ষ ও একজন নিহতের ঘটনা পর থেকে উভয় পক্ষের পরিবারগুলোর পুরুষ সদস্যরা গ্রেপ্তার থেকে এড়াতে বাড়িছাড়া রয়েছেন বলে জানা গেছে। ঘটনার তিন দিন পার হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।’
এদিকে সংঘর্ষ ও কর্মী নিহতের ঘটনায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বুধবার রাতে বিএনপিসহ দলের সহযোগী সংগঠনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সালেহ আহম্মদ।
দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের পাশাপাশি মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় স্পেন প্রবাসী বিএনপি কর্মী সাইজ উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। এর জেরে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুট করা হয় ঘরের বিভিন্ন জিনিসপত্র। এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরের সমর্থদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দলের নেতা সাইজ উদ্দিন নিহতের ঘটনার তিন দিন পর হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় দলের ১৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
থানা সূত্রে জানা গেছে, মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৬০ জনকে আসামি করা হয়। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে সংঘর্ষ ও একজন নিহতের ঘটনা পর থেকে উভয় পক্ষের পরিবারগুলোর পুরুষ সদস্যরা গ্রেপ্তার থেকে এড়াতে বাড়িছাড়া রয়েছেন বলে জানা গেছে। ঘটনার তিন দিন পার হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।’
এদিকে সংঘর্ষ ও কর্মী নিহতের ঘটনায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বুধবার রাতে বিএনপিসহ দলের সহযোগী সংগঠনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সালেহ আহম্মদ।
দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের পাশাপাশি মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় স্পেন প্রবাসী বিএনপি কর্মী সাইজ উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। এর জেরে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুট করা হয় ঘরের বিভিন্ন জিনিসপত্র। এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরের সমর্থদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
২১ মিনিট আগেরাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
২ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগে