শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে ঘর সরানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের ব্যাপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) এবং একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের ছেলে লিটন হোসেন (১৯)।
আহত ব্যক্তিরা হলেন মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫০), মুন্সিগাজী তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মো. আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে মো. আবুল কাশেম (৩৫) ও ব্যাপারী বাড়ির মৃত চান মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)।
পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, ওই গ্রামের মুন্সি বাড়ির ওসমান গনীর একটি পুরোনো ঘর ব্যাপারী বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছিলেন ১৪ জন কাঠমিস্ত্রি। ব্যাপারী বাড়ির সামনে ঘরের একটি চালা বহন করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন আহত হন। তাঁদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হোসেন ও লিটন হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগের ভাতিজা মেজবাহ উদ্দিন জানান, ১৪ জন মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নেওয়ার সময় টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে টিনের চালার স্পর্শ হয়। তারপর আর তাঁদের কিছুই মনে নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক মো. রোকন উদ্দিন জানান, দুজনের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের শাহরাস্তিতে ঘর সরানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের ব্যাপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) এবং একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের ছেলে লিটন হোসেন (১৯)।
আহত ব্যক্তিরা হলেন মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫০), মুন্সিগাজী তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মো. আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে মো. আবুল কাশেম (৩৫) ও ব্যাপারী বাড়ির মৃত চান মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)।
পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, ওই গ্রামের মুন্সি বাড়ির ওসমান গনীর একটি পুরোনো ঘর ব্যাপারী বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছিলেন ১৪ জন কাঠমিস্ত্রি। ব্যাপারী বাড়ির সামনে ঘরের একটি চালা বহন করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন আহত হন। তাঁদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হোসেন ও লিটন হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগের ভাতিজা মেজবাহ উদ্দিন জানান, ১৪ জন মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নেওয়ার সময় টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে টিনের চালার স্পর্শ হয়। তারপর আর তাঁদের কিছুই মনে নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক মো. রোকন উদ্দিন জানান, দুজনের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমানের নাম ভাঙিয়ে প্রতারণার মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামি মামুনুর রশিদ ফাত্তাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রবাসীকল্যাণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক...
৩ মিনিট আগেচাকরি স্থায়ীকরণের এক দফার দাবিতে চার দিন ধরে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং অস্থায়ী কর্মচারীরা আমরণ অনশন করছেন।
৬ মিনিট আগেসীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে দলছুট হরিণ শিকার করার অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা।
১৮ মিনিট আগেসম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তাঁর পক্ষে করা আপিল মঞ্জুর করে বিচারপতি সহিদুল করিমের একক বেঞ্চ আজ সোমবার এই রায় দেন
২৮ মিনিট আগে