Ajker Patrika

নোয়াখালীতে ধর্ষণের ঘটনার বর্ণনা দিলেন সেই নারী, পুলিশ সদস্য প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২২: ৪২
নোয়াখালীতে ধর্ষণের ঘটনার বর্ণনা দিলেন সেই নারী, পুলিশ সদস্য প্রত্যাহার

নোয়াখালীর সুধারাম থানা-সংলগ্ন ট্রাফিক পুলিশের মেসে ধর্ষণের শিকার হওয়া সেই নারী (২৩) আদালতে ২২ ধারার জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন। এদিকে ওই ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্ত ট্রাফিক পুলিশের কনস্টেবল মুকবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আজ শনিবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীর জবানবন্দি রেকর্ড করেন বিচারক নুর জাহান। এদিকে সেই নারী রাজি না হওয়ায় তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়নি বলে নিশ্চিত করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। তিনি বলেন, একটি আবেদনে ওই নারী ধর্ষণের ঘটনায় ডাক্তারি পরীক্ষার আলামত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমান পাঠান বলেন, ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলেও তিনি নমুনা দিতে রাজি হননি। তাই পরীক্ষা করা সম্ভব হয়নি। শনিবার বিকেলে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। আগামীকাল রোববার সকালে তাঁকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা নেওয়া হবে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে ট্রাফিক পুলিশের কনস্টেবল মুকবুল হোসেন তাঁদের মেসের বাবুর্চির কক্ষে ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় সহযোগী ছিলেন তিনজন। ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে সুধারাম থানায় মুকবুল হোসেনসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকেই গ্রেপ্তার করে। বর্তমানে আসামিরা সবাই জেলা কারাগারে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত