নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁরা সম্পর্কে আপন বোন। এই ঘটনায় মামলা করেছেন ওই দুই ছাত্রী।
গত শনিবার (১৭ আগস্ট) রাতে উখিয়া থানায় চবি ছাত্রী আশরাফুননেছা তানিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ১১ জনকে আসামি করা হয়।
আশরাফুননেছা তানিয়া (২৩) বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্রী এবং অন্যজন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ফারিহা ফারহানা পুষ্প (২১)।
গত শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রহমতেরবিল এলাকায় হামলার শিকার হন ফারিহা ফারহানা পুষ্প ও আশরাফুননেছা তানিয়া। ওই ঘটনায় তাঁদের মা হাফিজা বেগমও (৪৯) আহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সদস্য ও উখিয়ার সাধারণ শিক্ষার্থীরা।
মামলার আসামিরা হলেন-উখিয়ার রহমতেরবিল এলাকার মৃত মুজিবুল হকের ছেলে আতাউর রহমান (৪০), তাঁর স্ত্রী আমেনা বেগম (৪০) ও মেয়ে আতেকা (২১), ফজলুর রহমান (৪২), তাঁর স্ত্রী মাইমুনা বেগম (৪২), ছেলে মো. তুহিন (২২) ও মেয়ে হাকিমা (২২), একই এলাকার মৃত মো. সাকেরের স্ত্রী সেলিনা আক্তার (৩০); টেকনাফ উপজেলার লম্বরি এলাকার আনোয়ারের ছেলে মো. ইসমাঈল (৪৫), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও মেয়ে পুতু মনি (২৩)।
এজাহার সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি উচ্ছেদের জেরে দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। চাঁদা না দিলে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধারালো অস্ত্রের আঘাতে ফারহানা পুষ্প, আশরাফুননেছা তানিয়া ও তাঁর মাকে আহত করেন। পরে স্থানীয় হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। এ সময় ঘটনা ক্যামেরাবন্দী করতে চাইলে ভুক্তভোগীদের কাছ থেকে তাদের ব্যবহৃত একটি স্মার্টফোন কেড়ে নেওয়া হয়। টেনেহিঁচড়ে নেওয়া হয় দুটি স্বর্ণের চেইন। শ্লীলতাহানি, হুমকি-ধমকি ও হত্যাচেষ্টা করা হয়।
অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসী হামলার অভিযোগে উখিয়া থানায় মামলা করেন এই ভুক্তভোগী পরিবার। ওই মামলায় আসামিরা জামিনে আছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন আজকে পত্রিকাকে বলেন, দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর হামলাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক প্রভাব ও দাপট দেখিয়ে দখলবাজি ও চাঁদাবাজি শুরু করেছে তারা। পিতৃহীন একটি নিরীহ পরিবারের নারী সদস্যের ওপর হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি। আসামিরা স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তোয়াক্কা করে না বলে জানান এই জনপ্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁরা সম্পর্কে আপন বোন। এই ঘটনায় মামলা করেছেন ওই দুই ছাত্রী।
গত শনিবার (১৭ আগস্ট) রাতে উখিয়া থানায় চবি ছাত্রী আশরাফুননেছা তানিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ১১ জনকে আসামি করা হয়।
আশরাফুননেছা তানিয়া (২৩) বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্রী এবং অন্যজন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ফারিহা ফারহানা পুষ্প (২১)।
গত শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রহমতেরবিল এলাকায় হামলার শিকার হন ফারিহা ফারহানা পুষ্প ও আশরাফুননেছা তানিয়া। ওই ঘটনায় তাঁদের মা হাফিজা বেগমও (৪৯) আহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সদস্য ও উখিয়ার সাধারণ শিক্ষার্থীরা।
মামলার আসামিরা হলেন-উখিয়ার রহমতেরবিল এলাকার মৃত মুজিবুল হকের ছেলে আতাউর রহমান (৪০), তাঁর স্ত্রী আমেনা বেগম (৪০) ও মেয়ে আতেকা (২১), ফজলুর রহমান (৪২), তাঁর স্ত্রী মাইমুনা বেগম (৪২), ছেলে মো. তুহিন (২২) ও মেয়ে হাকিমা (২২), একই এলাকার মৃত মো. সাকেরের স্ত্রী সেলিনা আক্তার (৩০); টেকনাফ উপজেলার লম্বরি এলাকার আনোয়ারের ছেলে মো. ইসমাঈল (৪৫), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও মেয়ে পুতু মনি (২৩)।
এজাহার সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি উচ্ছেদের জেরে দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। চাঁদা না দিলে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধারালো অস্ত্রের আঘাতে ফারহানা পুষ্প, আশরাফুননেছা তানিয়া ও তাঁর মাকে আহত করেন। পরে স্থানীয় হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। এ সময় ঘটনা ক্যামেরাবন্দী করতে চাইলে ভুক্তভোগীদের কাছ থেকে তাদের ব্যবহৃত একটি স্মার্টফোন কেড়ে নেওয়া হয়। টেনেহিঁচড়ে নেওয়া হয় দুটি স্বর্ণের চেইন। শ্লীলতাহানি, হুমকি-ধমকি ও হত্যাচেষ্টা করা হয়।
অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসী হামলার অভিযোগে উখিয়া থানায় মামলা করেন এই ভুক্তভোগী পরিবার। ওই মামলায় আসামিরা জামিনে আছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন আজকে পত্রিকাকে বলেন, দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর হামলাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক প্রভাব ও দাপট দেখিয়ে দখলবাজি ও চাঁদাবাজি শুরু করেছে তারা। পিতৃহীন একটি নিরীহ পরিবারের নারী সদস্যের ওপর হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি। আসামিরা স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তোয়াক্কা করে না বলে জানান এই জনপ্রতিনিধি।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
১৩ মিনিট আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
১ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
১ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে