Ajker Patrika

চাঁদা না দেওয়ায় চবির ২ ছাত্রীর ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২৩: ১৮
চাঁদা না দেওয়ায় চবির ২ ছাত্রীর ওপর হামলার অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁরা সম্পর্কে আপন বোন। এই ঘটনায় মামলা করেছেন ওই দুই ছাত্রী।

গত শনিবার (১৭ আগস্ট) রাতে উখিয়া থানায় চবি ছাত্রী আশরাফুননেছা তানিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ১১ জনকে আসামি করা হয়।

আশরাফুননেছা তানিয়া (২৩) বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্রী এবং অন্যজন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ফারিহা ফারহানা পুষ্প (২১)।

গত শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রহমতেরবিল এলাকায় হামলার শিকার হন ফারিহা ফারহানা পুষ্প ও আশরাফুননেছা তানিয়া। ওই ঘটনায় তাঁদের মা হাফিজা বেগমও (৪৯) আহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সদস্য ও উখিয়ার সাধারণ শিক্ষার্থীরা।

মামলার আসামিরা হলেন-উখিয়ার রহমতেরবিল এলাকার মৃত মুজিবুল হকের ছেলে আতাউর রহমান (৪০), তাঁর স্ত্রী আমেনা বেগম (৪০) ও মেয়ে আতেকা (২১), ফজলুর রহমান (৪২), তাঁর স্ত্রী মাইমুনা বেগম (৪২), ছেলে মো. তুহিন (২২) ও মেয়ে হাকিমা (২২), একই এলাকার মৃত মো. সাকেরের স্ত্রী সেলিনা আক্তার (৩০); টেকনাফ উপজেলার লম্বরি এলাকার আনোয়ারের ছেলে মো. ইসমাঈল (৪৫), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও মেয়ে পুতু মনি (২৩)।

এজাহার সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি উচ্ছেদের জেরে দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। চাঁদা না দিলে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধারালো অস্ত্রের আঘাতে ফারহানা পুষ্প, আশরাফুননেছা তানিয়া ও তাঁর মাকে আহত করেন। পরে স্থানীয় হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। এ সময় ঘটনা ক্যামেরাবন্দী করতে চাইলে ভুক্তভোগীদের কাছ থেকে তাদের ব্যবহৃত একটি স্মার্টফোন কেড়ে নেওয়া হয়। টেনেহিঁচড়ে নেওয়া হয় দুটি স্বর্ণের চেইন। শ্লীলতাহানি, হুমকি-ধমকি ও হত্যাচেষ্টা করা হয়।

অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসী হামলার অভিযোগে উখিয়া থানায় মামলা করেন এই ভুক্তভোগী পরিবার। ওই মামলায় আসামিরা জামিনে আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন আজকে পত্রিকাকে বলেন, দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর হামলাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক প্রভাব ও দাপট দেখিয়ে দখলবাজি ও চাঁদাবাজি শুরু করেছে তারা। পিতৃহীন একটি নিরীহ পরিবারের নারী সদস্যের ওপর হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি। আসামিরা স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তোয়াক্কা করে না বলে জানান এই জনপ্রতিনিধি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত