Ajker Patrika

কারচুপির অভিযোগ এনে পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৫
কারচুপির অভিযোগ এনে পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

কারচুপির অভিযোগ এনে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোহাম্মদ শফিকুল ইসলাম ভোট বর্জন করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি ভোট বর্জন করেন। 

শফিকুল ইসলামের অভিযোগ, ১ নম্বর আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেন নৌকার প্রার্থী ফৌজুল কবির কুমার। এ অভিযোগ এনে ভোট বর্জন করেন বলে জানান তিনি। 

শফিকুল ইসলাম বলেন, ‘নৌকা মার্কার প্রার্থীর সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্র দখল করেছে। পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। এই ইউনিয়নে কোনো সুষ্ঠু ভোট হতে না দেওয়া, নির্বাচনের পূর্বের দিন থেকে আমার ঘরে পুলিশের অভিযান, আমার কর্মী-সমর্থকদের গ্রেপ্তার ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই আমি এই প্রহসনের ভোট বর্জন করলাম।’ 

ইউনিয়নের আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশ সব সময় সজাগ থেকেছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনার সুযোগ খুঁজলে আমরা শক্ত হাতে দমন করেছি।’  

আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আবদুল হান্নান বলেন, ‘সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করে, তাহলে এর দায় নিজেকে নিতে হবে। তবে আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত