Ajker Patrika

আখাউড়া স্থলবন্দরের প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু, ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আখাউড়া স্থলবন্দরের প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু, ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ 

আখাউড়া স্থলবন্দরে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার ২ দিন যাবতীয় আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দরের প্রবীণ ব্যবসায়ী ও সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের মৃত্যুতে বৃহস্পতিবার এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২ দিন বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী

মো. হাবিবুর রহমানের মৃত্যুতে ব্যবসায়ীদের শোক পালনে কাল বৃহস্পতিবার এবং পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এই ২ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

সাধারণ সম্পাদক আরও বলেন, এই ২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের আসা-যাওয়া অব্যাহত থাকবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত