নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টানা ১৫ দিনের তীব্র গরমের পর চট্টগ্রামে একপশলা বৃষ্টি ঈদের দিনে স্বস্তির ইঙ্গিত বলে মনে করছেন চট্টগ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রায় ১০ মিনিট বৃষ্টি দেখা মিলেছে। চট্টগ্রাম নগরীসহ চট্টগ্রামের একেক স্থানে বৃষ্টির এই স্থায়িত্ব কম বেশি হলেও বৃষ্টির দেখা পাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা।
চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া এলাকার বাসিন্দা মো. রায়হানুল হক বলেন, ‘অল্প সময়ের জন্য হলেও বৃষ্টি হয়েছে এটাই অনেক শান্তির। আগামীকাল ঈদের আগে পরিবেশটা সৃষ্টিকর্তার পক্ষ থেকেই ঠান্ডা করে দেওয়া হলো।’
গত ১৫ দিনের তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ছিল। একপশলা বৃষ্টির অপেক্ষায় ছিলেন সবাই। দু-এক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি নামার খবর আসছিল। অবশেষে বৃহস্পতিবার আকাশ থেকে নামল বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত আর দমকা হাওয়া।
এদিকে হালকা বৃষ্টির পর বাতাসে গরম ভাবও কমে আসে অনেকখানি। নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বৃষ্টির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সম্পাদক ফারুক ইকবাল লেখেন, ‘আহা! স্বস্তির বৃষ্টি, শান্তির বৃষ্টি। রাত এখন পৌনে ৪টা। এই সময়ে এমন প্রাণমন শীতল করা বিপুল আকাঙ্ক্ষার ঝিরিঝিরি বৃষ্টি।
ক্যাপশন: এক পশলা স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম নগরী। ছবিটি বৃহস্পতিবার দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোড এলাকা থেকে তোলা।
টানা ১৫ দিনের তীব্র গরমের পর চট্টগ্রামে একপশলা বৃষ্টি ঈদের দিনে স্বস্তির ইঙ্গিত বলে মনে করছেন চট্টগ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রায় ১০ মিনিট বৃষ্টি দেখা মিলেছে। চট্টগ্রাম নগরীসহ চট্টগ্রামের একেক স্থানে বৃষ্টির এই স্থায়িত্ব কম বেশি হলেও বৃষ্টির দেখা পাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা।
চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া এলাকার বাসিন্দা মো. রায়হানুল হক বলেন, ‘অল্প সময়ের জন্য হলেও বৃষ্টি হয়েছে এটাই অনেক শান্তির। আগামীকাল ঈদের আগে পরিবেশটা সৃষ্টিকর্তার পক্ষ থেকেই ঠান্ডা করে দেওয়া হলো।’
গত ১৫ দিনের তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ছিল। একপশলা বৃষ্টির অপেক্ষায় ছিলেন সবাই। দু-এক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি নামার খবর আসছিল। অবশেষে বৃহস্পতিবার আকাশ থেকে নামল বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত আর দমকা হাওয়া।
এদিকে হালকা বৃষ্টির পর বাতাসে গরম ভাবও কমে আসে অনেকখানি। নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বৃষ্টির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সম্পাদক ফারুক ইকবাল লেখেন, ‘আহা! স্বস্তির বৃষ্টি, শান্তির বৃষ্টি। রাত এখন পৌনে ৪টা। এই সময়ে এমন প্রাণমন শীতল করা বিপুল আকাঙ্ক্ষার ঝিরিঝিরি বৃষ্টি।
ক্যাপশন: এক পশলা স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম নগরী। ছবিটি বৃহস্পতিবার দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোড এলাকা থেকে তোলা।
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকার মেসার্স জেকে ট্রেডার্স ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত...
৪১ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী..
৪৩ মিনিট আগেনগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে