চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, ৪৬ বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে এসেছি, আজ উপাচার্যের দায়িত্ব নিয়েছি। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে তা যথাযথভাবে পালন করব।
গতকাল বুধবার দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় ও সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত উপাচার্যের সম্মানে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অধ্যাপক আবু তাহের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়তে এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ তৈরিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। এ সময় উপাচার্য বর্তমান সরকারের গ্রহণ করা শিক্ষা কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ, গবেষণার উৎকর্ষ সাধন, প্রশাসনিক শৃঙ্খলা, ভৌত ও অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা চান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. আবু তাহের। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও দুই উপ-উপাচার্য উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় এবং বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, ৪৬ বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে এসেছি, আজ উপাচার্যের দায়িত্ব নিয়েছি। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে তা যথাযথভাবে পালন করব।
গতকাল বুধবার দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় ও সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত উপাচার্যের সম্মানে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অধ্যাপক আবু তাহের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়তে এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ তৈরিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। এ সময় উপাচার্য বর্তমান সরকারের গ্রহণ করা শিক্ষা কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ, গবেষণার উৎকর্ষ সাধন, প্রশাসনিক শৃঙ্খলা, ভৌত ও অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা চান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. আবু তাহের। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও দুই উপ-উপাচার্য উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় এবং বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
নিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
২৫ মিনিট আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৩১ মিনিট আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগেঘাটে নেই চিরচেনা হাঁকডাক। চায়ের দোকানে উচ্চ স্বরে বাজছে না গান। পাওয়া যাচ্ছে না বরফ ভাঙার আওয়াজ। জেলে, শ্রমিক, ব্যাপারী, আড়তদার—সবাই ঝিমিয়ে আছেন। চোখেমুখে হতাশার চাপ। কারণ, শিকারের মৌসুমে ইলিশের আকাল চলছে। নদীতে যাওয়া জেলে নৌকাগুলো শূন্য হাতে ফিরে আসছে।
১ ঘণ্টা আগে