নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভার দিন স্কুলের পরীক্ষার্থীদের আগেই বাড়ি থেকে বের হতে বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। সেই সঙ্গে এ দিন শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশ তাদের পৌঁছে দেবে বলেও জানানো হয়েছে।
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘জনসভার দিন সকাল ও বিকেলে দুই শিফটে স্কুলে পরীক্ষা আছে। জনসভাস্থলের পাশেও একটি পরীক্ষাকেন্দ্র আছে। সেদিকে আমাদের নজর আছে। আমরা অভিভাবকদের বলব, পরীক্ষার্থীরা যেন একটু আগেভাগে বাসা থেকে বের হয়। এরপরও কেউ আটকে গেলে কিংবা সমস্যায় পড়লে ট্রিপল নাইনে ফোন করে আমাদের জানালে পুলিশ তাঁদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।’
আজ মঙ্গলবার সকালে পলোগ্রাউন্ড মাঠ (জনসভাস্থল) পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনও উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে সাড়ে ৭ হাজার পুলিশ মোতায়েন থাকবে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করে স্পেশাল সিকিউরিটি ফোর্স। তাঁদের তত্ত্বাবধানে এবং পরামর্শক্রমে এসব পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে।’
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ আরও বলেন, ‘সিএমপিতে আমাদের ছয় হাজারের মতো অফিসার-ফোর্স আছে। এরা অধিকাংশই বিভিন্ন সিকিউরিটির সাথে সংযুক্ত থাকবে। বাইরে থেকে আরও দেড় হাজার ফোর্স সিএমপিতে যুক্ত থাকবে। শুধু পলোগ্রাউন্ডেই পুলিশ থাকবে না, পুরো শহর একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। নিরাপত্তায় আর্চওয়ে, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনসহ প্রযুক্তিগত সকল কিছু যুক্ত থাকবে।’
প্রধানমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন ইতিমধ্যে শুরু হয়ে গেছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘সর্বোচ্চ ফোর্স কখন মোতায়েন হবে, এটা আমরা পাবলিকলি ওপেন করি না। এ বিষয়ে আমাদের কাছে যেভাবে নির্দেশনা ও পরিকল্পনা রয়েছে সেভাবেই কাজ করব। পুলিশ এখন থেকেই নিরাপত্তার কাজ শুরু করে দিয়েছে।’
জনসভার দিন ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে কৃষ্ণ পদ রায় বলেন, ‘যারা গাড়ি নিয়ে, মিছিল নিয়ে জনসভায় আসবেন, তারা কোথায় গাড়ি থেকে নামবেন, মিছিল কোথায় থামবে সেটা আমরা জানিয়ে দেব। জনসভার দিন সকাল ও বিকেলে দুই শিফটে স্কুলে পরীক্ষা আছে। জনসভাস্থলের পাশেও একটি পরীক্ষাকেন্দ্র আছে। সেদিকে আমাদের নজর আছে। আমরা অভিভাবকদের বলব, পরীক্ষার্থীরা যেন একটু আগেভাগে বাসা থেকে বের হয়। এরপরও কেউ আটকে গেলে কিংবা সমস্যায় পড়লে ট্রিপল নাইনে ফোন করে আমাদের জানালে পুলিশ তাঁদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।’
নিরাপত্তা নিয়ে কোনো হুমকির বিষয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কোনো হুমকি নেই, কোনো হুমকি সৃষ্টি করারও সুযোগ নেই।’
সার্বিক প্রস্তুতির বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দশ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীতে জনসভায় আসছেন। আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে সাংগঠনিক প্রস্তুতি আমরা নিয়েছি। জনসভার মাঠে প্রস্তুতির কাজ চলছে। সাংগঠনিক প্রচারণার কাজও চলছে।’
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভার দিন স্কুলের পরীক্ষার্থীদের আগেই বাড়ি থেকে বের হতে বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। সেই সঙ্গে এ দিন শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশ তাদের পৌঁছে দেবে বলেও জানানো হয়েছে।
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘জনসভার দিন সকাল ও বিকেলে দুই শিফটে স্কুলে পরীক্ষা আছে। জনসভাস্থলের পাশেও একটি পরীক্ষাকেন্দ্র আছে। সেদিকে আমাদের নজর আছে। আমরা অভিভাবকদের বলব, পরীক্ষার্থীরা যেন একটু আগেভাগে বাসা থেকে বের হয়। এরপরও কেউ আটকে গেলে কিংবা সমস্যায় পড়লে ট্রিপল নাইনে ফোন করে আমাদের জানালে পুলিশ তাঁদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।’
আজ মঙ্গলবার সকালে পলোগ্রাউন্ড মাঠ (জনসভাস্থল) পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনও উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে সাড়ে ৭ হাজার পুলিশ মোতায়েন থাকবে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করে স্পেশাল সিকিউরিটি ফোর্স। তাঁদের তত্ত্বাবধানে এবং পরামর্শক্রমে এসব পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে।’
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ আরও বলেন, ‘সিএমপিতে আমাদের ছয় হাজারের মতো অফিসার-ফোর্স আছে। এরা অধিকাংশই বিভিন্ন সিকিউরিটির সাথে সংযুক্ত থাকবে। বাইরে থেকে আরও দেড় হাজার ফোর্স সিএমপিতে যুক্ত থাকবে। শুধু পলোগ্রাউন্ডেই পুলিশ থাকবে না, পুরো শহর একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। নিরাপত্তায় আর্চওয়ে, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনসহ প্রযুক্তিগত সকল কিছু যুক্ত থাকবে।’
প্রধানমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন ইতিমধ্যে শুরু হয়ে গেছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘সর্বোচ্চ ফোর্স কখন মোতায়েন হবে, এটা আমরা পাবলিকলি ওপেন করি না। এ বিষয়ে আমাদের কাছে যেভাবে নির্দেশনা ও পরিকল্পনা রয়েছে সেভাবেই কাজ করব। পুলিশ এখন থেকেই নিরাপত্তার কাজ শুরু করে দিয়েছে।’
জনসভার দিন ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে কৃষ্ণ পদ রায় বলেন, ‘যারা গাড়ি নিয়ে, মিছিল নিয়ে জনসভায় আসবেন, তারা কোথায় গাড়ি থেকে নামবেন, মিছিল কোথায় থামবে সেটা আমরা জানিয়ে দেব। জনসভার দিন সকাল ও বিকেলে দুই শিফটে স্কুলে পরীক্ষা আছে। জনসভাস্থলের পাশেও একটি পরীক্ষাকেন্দ্র আছে। সেদিকে আমাদের নজর আছে। আমরা অভিভাবকদের বলব, পরীক্ষার্থীরা যেন একটু আগেভাগে বাসা থেকে বের হয়। এরপরও কেউ আটকে গেলে কিংবা সমস্যায় পড়লে ট্রিপল নাইনে ফোন করে আমাদের জানালে পুলিশ তাঁদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।’
নিরাপত্তা নিয়ে কোনো হুমকির বিষয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কোনো হুমকি নেই, কোনো হুমকি সৃষ্টি করারও সুযোগ নেই।’
সার্বিক প্রস্তুতির বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দশ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীতে জনসভায় আসছেন। আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে সাংগঠনিক প্রস্তুতি আমরা নিয়েছি। জনসভার মাঠে প্রস্তুতির কাজ চলছে। সাংগঠনিক প্রচারণার কাজও চলছে।’
রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর একটি বাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১১০ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটে খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে...
২৮ মিনিট আগেচট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগের নেওয়া ৪৬ কোটি টাকার একটি প্রকল্প চলছে। এরপরও মৎস্য বিভাগের ছয়টি হ্যাচারির মধ্যে মাত্র দুটি সচল। বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোয় ডিম ফোটানোর সাকুলার ও সিস্টেন ট্রাংকের অবস্থা করুণ।
৪৪ মিনিট আগেকক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
৩ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে